Advertisement
২০ এপ্রিল ২০২৪
শিনা হত্যা মামলা

রাজসাক্ষী হতে চান ইন্দ্রাণীর প্রাক্তন চালক

মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণীর প্রাক্তন গাড়ির-চালক শ্যামবর রাই ৭.৬৫ এমএম পিস্তল হাতে খার থেকে ধরা পড়ার পরেই যোগসূত্রটা খুঁজে পেয়েছিল পুলিশ। মূল অভিযুক্ত সেই শ্যামের সৌজন্যেই শিনা হত্যা মামলায় ফের নাটকীয় মোড়।

শিনা বরা

শিনা বরা

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৩:২১
Share: Save:

মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণীর প্রাক্তন গাড়ির-চালক শ্যামবর রাই ৭.৬৫ এমএম পিস্তল হাতে খার থেকে ধরা পড়ার পরেই যোগসূত্রটা খুঁজে পেয়েছিল পুলিশ। মূল অভিযুক্ত সেই শ্যামের সৌজন্যেই শিনা হত্যা মামলায় ফের নাটকীয় মোড়।

আজ রাজসাক্ষী হতে চেয়ে বিশেষ সিবিআই আদালতে শ্যাম বলেছেন, মামলা সংক্রান্ত অনেক তথ্য জানাতে চান তিনি। পিটার মুখোপাধ্যায়
এবং ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নার আইনজীবীরা অবশ্য বলছেন, শ্যামের এই স্বীকারোক্তির কোনও প্রভাব তাঁদের মক্কেলদের উপরে পড়বে না। ইন্দ্রাণীর আইনজীবী এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

সিবিআই আদালতে আজ বিবৃতি দিতে গিয়ে শ্যাম বলেছেন, কোনও ‘চাপ বা হুমকির মুখে’ তিনি তথ্য প্রকাশ করতে চাইছেন, এমন নয়। বরং তিনি তাঁর কাজের জন্য ‘অনুতপ্ত’ বলেই সত্যিটা সামনে আনতে চাইছেন।

গত সপ্তাহে বিশেষ সিবিআই আদালতে ক্ষমা চেয়ে দু’পাতার একটি চিঠি লিখেছিলেন শ্যাম। সেখানেই তিনি জানিয়েছিলেন, মামলা সংক্রান্ত তথ্য প্রকাশে তিনি আগ্রহী।

আজ বিচারক এইচ এস মহাজন শ্যামের কাছে জানতে চান, জেলে বসেই তিনি চিঠিটা লিখেছিলেন কি না। শ্যাম তাতে হ্যাঁ বলায় বিচারক প্রশ্ন করেন, কী ভাবে তিনি এই হত্যার কথা জানলেন? তখনই ইন্দ্রাণীর প্রাক্তন চালক পুলিশের কাছে দেওয়া বয়ানের পুনরাবৃত্তি করে কবুল করেন, ‘‘আমি (শিনাকে) খুনের সময় ঘটনাস্থলে ছিলাম। এই হত্যাকাণ্ডের আমিও অংশীদার।’’ এর পরেই শ্যাম জানিয়েছেন, শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল শিনাকে। শ্যাম যখন আদালতে এ সব জানাচ্ছেন, তখন সেখানে হাজির ছিলেন এই মামলার অন্য তিন অভিযুক্ত পিটার-ইন্দ্রাণী এবং সঞ্জীব খন্না।

শ্যামের বয়ানের প্রেক্ষিতে পিটারের আইনজীবী মিহির ঘিওয়ালা বলেছেন, ‘‘শিনাকে যখন খুন করা হয়েছিল, তখন শ্যামের সঙ্গে পিটারের কোনও কথা হয়েছিল— এমন তথ্য সিবিআই তদন্তে কখনওই উঠে আসেনি।’’ তাঁর বক্তব্য, শ্যাম রাজসাক্ষী হতে চাওয়ার আগেও পিটারের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এখন সে রাজসাক্ষী হলেও তাঁদের কিছু এসে যায় না।

সঞ্জীবের আইনজীবী শ্রেয়াংশ মিঠারেও বলেছেন, মামলায় এই নতুন মোড়ে তাঁর মক্কেলের কোনও অসুবিধা হবে না। তবে এ বিষয়ে একেবারেই চুপ করে থেকেছেন ইন্দ্রাণীর আইনজীবী মহেশ জেঠমলানী। তাঁর বক্তব্য, আগে শ্যামের বিবৃতি খতিয়ে দেখতে হবে।

ইন্দ্রাণীর প্রাক্তন চালকের বয়ান শোনার পরে আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, শ্যাম রাইয়ের রাজসাক্ষী হওয়ার আর্জির ব্যাপারে ১৭ মে তারা জবাব দিক। পরের শুনানিতে যাতে শ্যাম রাই হাজির থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে ঠাণে জেল সুপার এবং পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছে আদালত। চলতি মাসের গোড়ার দিকেই শ্যাম রাই জানিয়েছিলেন, আর্থার রোড জেলে তাকে বারাবার হুমকি দেওয়া হচ্ছে। সেই জন্য তাঁকে ঠাণে জেলে নিয়ে যাওয়া হয়। শ্যামকে এত দিন কেন আদালতে হাজির করানো হয়নি, সেই প্রশ্ন তুলেও ঠাণে জেল কর্তৃপক্ষকে তিরস্কার করেছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sheena bora murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE