Advertisement
০৫ মে ২০২৪
Tiger

পিঠে গভীর ক্ষত নিয়ে পড়েছিল জঙ্গলে, চিকিৎসার সময় মৃত্যু হল বাঘিনীর

মানপুরের ফরেস্ট রেঞ্জার মুকেশ আহিরওয়ার জানান, রবিবার টহলের সময় মাধাও গ্রামের কাছে ওই বাঘিনীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

image of tiger

ছবি: প্রতিনিধিত্বমূলক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভোপাল শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৫:১৪
Share: Save:

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় ব্যঘ্র সংরক্ষণে চিকিৎসা চলছিল তার। চিকিৎসা চলাকালীন মৃত্যু হল বাঘিনীর।

মানপুরের ফরেস্ট রেঞ্জার মুকেশ আহিরওয়ার জানান, রবিবার টহলের সময় মাধাও গ্রামের কাছে ওই বাঘিনীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বান্ধবগড় ব্যঘ্র সংরক্ষণের পশু চিকিৎসা বিভাগে তাকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু দু’ঘণ্টা পর তার মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাঘিনীর পিঠে গভীর ক্ষত ছিল। বন দফতরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার পর বাঘিনীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে বন দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiger Death Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE