Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Begger

কামাখ্যায় শিশু ভিক্ষুক রুখতে 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২০
Share: Save:

কামাখ্যাধামে কুমারী পূজার নামে চলছে শিশুদের দিয়ে ভিক্ষে করানোর চক্র। অভিযোগ পেয়ে শিশু অধিকার সুরক্ষা আয়োগ সরেজমিনে তদন্ত চালাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কামাখ্যা চত্বরকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে অবিলম্বে জেলা প্রশাসনকে অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছে কমিশন। কামাখ্যার জন্য নিযুক্ত হবেন এক জন চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসারও।

রাজ্য শিশু অধিকার কমিশনের তরফে জানানো হয়, কামাখ্যায় বাচ্চাদের দিয়ে ভিক্ষে করানোর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে (এনসিপিসিআর) অভিযোগ জমা পড়েছিল। তারা রাজ্যকে বিষয়টি জানায়। সরেজমিন কামাখ্যার পরিস্থিতি দেখার পরে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন এনসিপিসিআরের প্রতিনিধি, কামরূপ মহানগরের জেলাশাসক, শিশু ও শ্রম দফতর, পুলিশ, শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করে।

চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার নিয়োগের পাশাপাশি অবিলম্বে কামাখ্যায় পথশিশু বা ভিক্ষেতে নিযুক্ত শিশুদের জন্য সুরক্ষিত আবাস গড়ে তোলার সুপারিশ করেছে কমিশন। কামাখ্যা ফাঁড়ির পুলিশকে বলা হয়েছে, মন্দিরের আশপাশে কোনও শিশুকে ভিক্ষে করতে দেখলেই তাদের বুঝিয়ে লেখাপড়া শেখাতে স্কুলে পাঠাতে হবে। যে সব অভিভাবক বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Children Begger Kamakhya Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE