গৌরী লঙ্কেশের খুনিদের চিহ্নিত করে ফেলেছেন তদন্তকারীরা। জানাল কর্নাটক সরকার। মঙ্গলবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি এনডিটিভি-কে বলেছেন, ‘‘কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা জানতে পেরেছি।’’ তবে এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি। অভিযুক্তদের অপরাধের স্বপক্ষে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে বলে তিনি জানান। তদন্তকারীরা ঠিক কী জানতে পেরেছেন, তা এখনই বলে দিলে তথ্যপ্রমাণ জোগাড়ের সেই চেষ্টা ব্যাহত হতে পারে বলে রেড্ডি আশঙ্কা প্রকাশ করেছেন।
বেঙ্গালুরুর প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ গত ৫ সেপ্টেম্বর রাতে নিজের বাড়ির সামনেই খুন হন। বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে গুলি করে খুন করে। গৌরী লঙ্কেশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিল। মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল, দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদী একজন সন্ত্রাসবাদী, ন্যক্কারজনক আক্রমণ পাক বিদেশমন্ত্রীর