এ যেন ফের ফ্যাসিবিরোধী লেখক-শিল্পী সঙ্ঘ গড়ার ডাক!
‘গেরুয়া সন্ত্রাসে’র সঙ্গে লড়াইয়ে গণনাট্য সঙ্ঘের নেতৃত্বে শিল্পী-সাহিত্যিকদের বৃহত্তর মঞ্চ গড়ার ডাক দিচ্ছেন শাবানা আজমি। গুজরাতের বিধায়ক জিগ্নেশ মেবাণী প্রস্তাব করছেন সেই মঞ্চের নাম। গণনাট্য সঙ্ঘের ৭৫ বছর পূর্তির সম্মেলন এ ভাবেই সরাসরি ঢুকে পড়ল রাজনীতির পরিমণ্ডলে।
অনুষ্ঠান জুড়ে ঘুরে ফিরে এসেছে ‘অ্যান্টি ন্যাশনাল’, ‘আরবান নকশাল’-এর প্রসঙ্গ। উঠেছে কালবুর্গীদের নাম। এমন সময়ে গণনাট্য সঙ্ঘের নেতৃত্বে আরও বড় মঞ্চ তৈরির প্রয়োজনের কথা বলেছেন শমীক বন্দ্যোপাধ্যায়ও। ৫ দিনের অনুষ্ঠানে এ নিয়ে আলোচনার পরে অধিবেশন-শেষে সিদ্ধান্ত হবে।