Advertisement
E-Paper

নতুন মেট্রো প্রকল্পের সুরক্ষায় রেল পুলিশ?

ভবিষ্যতে দেশের বিভিন্ন শহরে যে সব মেট্রো রেল প্রকল্প চালু হচ্ছে, তার সুরক্ষা রেল পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০২:৫১
— ফাইল চিত্র।

— ফাইল চিত্র।

ভবিষ্যতে দেশের বিভিন্ন শহরে যে সব মেট্রো রেল প্রকল্প চালু হচ্ছে, তার সুরক্ষা রেল পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।

দিল্লি ছাড়া লখনউ, নাগপুর, পুণে, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই, ভোপালে হয় মেট্রো প্রকল্প চালু হয়ে গিয়েছে, অথবা শীঘ্রই চালু হবে। দিল্লির ধাঁচে যে শহরে মেট্রো চালু হয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। এক মাত্র কলকাতা মেট্রোয় এই দায়িত্বে রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) বা রেল পুলিশ।

সম্প্রতি দেশের সমস্ত মেট্রোর নিরাপত্তার দায়িত্ব রেল পুলিশের হাতে তুলে দেওয়ার একটি প্রস্তাব দেয় রেল মন্ত্রক। তার পরেই নড়চড়ে বসে নগরোন্নয়ন মন্ত্রক। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, পুরনো মেট্রোয় এখনই রক্ষী বদল না করে নতুন যে মেট্রো চালু হতে যাচ্ছে সেগুলির নিরাপত্তার দায়িত্ব গোড়া থেকেই রেল পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এর পিছনে রয়েছে দু’টি কারণ। এতে আর্থিক কারণ তো রয়েছেই, রেলের বক্তব্য— মেট্রোর সুরক্ষার প্রশ্নে সমন্বয়েও সুবিধা হবে এর ফলে।

সিআইএসএফের জওয়ান পিছু বছরে ১.৮৪ লক্ষ টাকা গুনতে হয় নগরোন্নয়ন মন্ত্রককে। সেখানে এক-এক জন রেল পুলিশের জন্য খরচ ৭৮ হাজার টাকা। ফলে জওয়ান পিছু ১ লক্ষ টাকার বেশি সাশ্রয়ের সুযোগ থাকছে নগরোন্নয়ন মন্ত্রকের কাছে।

এ ছাড়া রেলের মতে, গোটা দেশে মেট্রোর জন্য একই ধাঁচের নিরাপত্তা বন্দোবস্ত ও নিরাপত্তা রক্ষী থাকা উচিত। এতে সমন্বয়ে সুবিধে হয়। এই ধরনের কাজে রেল পুলিশের যে বিশেষ প্রশিক্ষণ থাকে তা অন্য আধাসামরিক বাহিনীর থাকে না। রেলের ওই যুক্তি মেনে নিয়েছে নগরোন্নয়ন মন্ত্রক। বিষয়টি নিয়ে মন্ত্রকের শীর্ষ স্তরে আলোচনার পরে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চাইতে চলেছে নগরোন্নয়ন মন্ত্রক।

Metro Railway Ministry of Housing and Urban Affairs Rail Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy