এখন প্রশ্ন হল, সমাজমাধ্যমে দিনভর হুহু করে ছড়ানো ভিডিয়োর বাঘটা কি ছিনাথ বহুরূপীর মতো নকল, না কি আসল বাঘ আর আসল মানুষের (যাঁর হাতে একটি সুরার বোতলও ছিল) আলাদা আলাদা ভিডিয়ো কিঞ্চিৎ কারিকুরি-সহকারে জুড়ে দেওয়া হয়েছিল?
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল, রাস্তায় বসা একটি রয়্যাল বেঙ্গলকে পোষা কুকুরের মতো আদর করছেন এক ব্যক্তি। বোতলটিও গুঁজে দেওয়ার চেষ্টা করছেন তার মুখে। কিছু সংবাদমাধ্যম লেখে, বন্যায় ঠাঁইহারা হয়ে মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প থেকে বেরিয়ে লাগোয়া এক গ্রামে ঢুকেছিল ওই বাঘ। মত্ত অবস্থায় সেটির মুখোমুখি পড়ে গিয়েই অমন দুঃসাহসী কাণ্ড ঘটান বছর বাহান্নর গ্রামবাসী রাজু পটেল। তবে বুধবার রাতেই পেঞ্চ ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রজনীশ কুমার সিংহ জানিয়ে দেন, ভিডিয়োটি ভুয়ো। অনলাইন তথ্যানুসন্ধানীদের একাংশের সন্দেহ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো হয়েছিল ভিডিয়োটি।
রাজু অবশ্য ততক্ষণে বিখ্যাত। বলা হচ্ছিল, রাজু সেই রাতে বন্ধুদের সঙ্গে তাস খেলতে গিয়েছিলেন। খানিক মদ্যপানও করেছিলেন। বোতল হাতে পিচরাস্তা বেয়ে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ দেখেন, সামনে বাঘ! কিন্তু নাকি রাজু ভয় পাওয়া তো দূর, ‘‘সরে যা, কিটি’’ বলে স্নেহভরে মাথায় হাত বুলিয়ে বেশটি করে আদর করেন বাঘকে। তার পর তাকে মদ খাওয়াতে যান। তবে ভিডিয়োয় দেখা যায়, রাজুর ‘পীড়াপীড়ি’ সত্ত্বেও মদ ছোঁয়নি বাঘ! সে মুখ ঘুরিয়ে নেয়। শোনা যায়, এই ভিডিয়ো ছড়ানোর পরে রাজু লোকজনের প্রশ্নের উত্তরে বলছিলেন, ‘‘ওটা তো একটা বিড়ালই ছিল।’’ নেশার ঘোরেই কি তিনিবিড়াল ভেবেছিলেন বাঘকে? অনেকে নাকি তাঁর হাতের বোতলের মদের রেসিপিও জানতে চাইছিলেনরাজুর কাছে।
কিন্তু সব ‘উত্তেজনায়’ জল ঢেলে রাতে পেঞ্চের ডেপুটি ডিরেক্টর জানিয়ে দেন, ভিডিয়োটি ভুয়ো এবং কী ভাবে এটি ছড়াল, তা তদন্ত করে দেখা উচিত। পেঞ্চ এলাকায় বাঘের আক্রমণের কথা মাঝেমধ্যেই শোনা গিয়েছে। সেখানে এমন ভিডিয়ো ছড়ানো অনুচিত এবং বিপজ্জনক বলেই বনকর্তারা মনে করছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)