Advertisement
E-Paper

শ্রীহরিকোটায় গ্যালারিতে বসেই এ বার দেখা যাবে ইসরোর রকেট উৎক্ষেপণ

যে ভাবে স্টেডিয়ামে বসে ক্রিকেট বা ফুটবল দেখেন, একেবারে সেই ভাবেই এ বার গ্যালারিতে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন রকেটের পিঠে চেপে কোনও উপগ্রহের পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে পাড়ি জমানোর পরিক্রমা। সরাসরি।

সুজয় চক্রবর্তী

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৪:৫৯
এখন আমজনতা যে ভাবে দেখেন উৎক্ষেপণ। ছবি- এএফপি

এখন আমজনতা যে ভাবে দেখেন উৎক্ষেপণ। ছবি- এএফপি

না, দূরদর্শন মিনিটখানেকের জন্য সরাসরি সম্প্রচারে কী দেখাল, তার উপর আর ভরসা করে বসে থাকতে হবে না। কোনও কারণে তা মিস্‌ করলে টিভি চ্যানেলগুলির খবরাখবর বা ইসরোর টুইটের উপর আর নজর রাখতে হবে না।

যে ভাবে স্টেডিয়ামে বসে ক্রিকেট বা ফুটবল দেখেন, একেবারে সেই ভাবেই এ বার গ্যালারিতে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন রকেটের পিঠে চেপে কোনও উপগ্রহের পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে পাড়ি জমানোর পরিক্রমা। সরাসরি।

অত্যন্ত শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল্‌স (পিএসএলভি-সি-৪৫) রকেটের পিঠে চাপিয়ে ভারতের ‘এমিস্যাট’ ও ২৮টি বিদেশি উপগ্রহকে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে পাঠাবে ইসরো, আগামী পয়লা এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টায়।

সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে ইসরোর রকেট উৎক্ষেপণ দেখার গ্যালারি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়

ইসরোর এক পদস্থ কর্তার কথায়, ‘‘ওই দিনই গোটা উৎক্ষেপণ-পর্ব গ্যালারিতে বসে দেখবেন প্রায় হাজার পাঁচেক দর্শক। এই প্রথম। তার জন্য শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে প্রথম পর্যায়ের গ্যালারি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী কাল, রবিবার সেটি খুলে দেওয়া হবে।’’

৫ হাজার দর্শকাসন, জায়ান্ট স্ক্রিন, ধারাভাষ্যও

অন্ধ্রপ্রদেশের সমুদ্রোপকূলের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্রে (এসডিএসসি) ওই গ্যালারি বানানো হয়েছে। সেখানে রকেট উৎক্ষেপণের জন্য রয়েছে দু’টি লঞ্চ-প্যাড। ইসরোর একটি সূত্র জানাচ্ছে, সেই গ্যালারিতে বসে উপগ্রহ উৎক্ষেপণ দেখতে পারবেন অন্তত ৫ হাজার দর্শক। গ্যালারিটি এমন ভাবে বানানো হয়েছে যাতে দু’টি লঞ্চ-প্যাড থেকেই রকেটের উৎক্ষেপণ দেখা যায়।

ইসরোর এই ‘পিএসএলভি-সি-৪৫’ রকেটেরই উৎক্ষেপণ সোমবার

কী ভাবে গ্যালারিতে বসে সেই উৎক্ষেপণ দেখা যাবে?

ইসরোর এক পদস্থ কর্তা বলছেন, ‘‘ওই গ্যালারিতেই রাখা থাকবে একটি জায়ান্ট স্ক্রিন। সেখানেই দেখা যাবে উৎক্ষেপণ-পর্বের যাবতীয় খুঁটিনাটি। কাউন্টডাউনের বিভিন্ন পর্বের কারণ কী কী, রকেট উৎক্ষেপণের পর কক্ষপথ বা মহাকাশে পৌঁছনোর আগে পর্যন্ত কী কী ঘটনা ঘটে, গ্যালারির দর্শকদের তা বোঝানোর জন্য সঙ্গে থাকবে ধারাভাষ্যও।’’

আরও পড়ুন- এই প্রথম গ্রহাণুর মৃত্যু-দৃশ্য দেখল নাসা!​

আরও পড়ুন- বিশ বছরের রুটিন বদলে হঠাৎ পাগলাটে হয়ে উঠল গ্রিনল্যান্ডের হিমবাহ!​

এ বার গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন কারা?

যে উপগ্রহ ‘এমিস্যাট’কে এ বার পাঠানো হচ্ছে মহাকাশে, সেটি কী ভাবে কাজ করবে

ইসরোর ওই কর্তাটি জানিয়েছেন, এ বার বিজ্ঞানের গবেষক ছাত্রছাত্রীদের জন্যই ওই সুযোগ দেওয়া হচ্ছে। অনলাইনে আবেদনের ভিত্তিতেই এ বার দর্শকদের বেছে নিয়েছে ইসরো।

সব রাজ্যের ছাত্রছাত্রীরাই পাবেন এই সুবিধা: ইসরো

ইসরো সূত্রের খবর, যাঁরা পরের পর্যায়ের রকেট উৎক্ষেপণগুলি শ্রীহরিকোটার ওই ৫ হাজার আসনের গ্যালারিতে বসে দেখতে চান, তাঁরা আদামা ৩ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন জানাতে পারেন ইসরোর কাছে। দেশের যে কোনও প্রান্ত থেকে। সেই আবেদন থেকে ইসরো শেষ পর্যন্ত কাদের কাদের দর্শক হিসেবে বেছে নিয়েছে, সেটাও অনলাইনে জানিয়ে দেবে ইসরো। আগামী ৬ এপ্রিলের মধ্যে। সেই ওয়েবসাইটের ঠিকানা: https://yuvika.isro.gov.in/yuvika/register.jsp

ছবি সৌজন্যে: ইসরো

ISRO Sri Harikota SDSC PSLV-C-45 EMISAT ইসরো
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy