‘হর ঘর তিরঙ্গা’ সংক্রান্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আগেও সরব হয়েছিলেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। আজ তাঁকে ফের দেখা গেল বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করতে। গত কাল প্রধানমন্ত্রী নাগরিকদের কাছে আবেদন করেন, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজমাধ্যমে তাঁদের প্রোফাইল ছবিকে তিরঙ্গা করে দিতে। ‘হর ঘর তিরঙ্গা’কে গণআন্দোলনে পরিণত করার ডাক দেন তিনি। আজ জয়রাম বলেন, “ঈশ্বরের সন্তান মোদী ফের ‘হর ঘর তিরঙ্গা’ প্রচার শুরু করেছেন। এক বার দেখে নেওয়া যাক তেরঙ্গার সঙ্গে আরএসএস-এর সম্পর্ক।
আরএসএস দ্বিতীয় প্রধান এম এস গোলওয়ালকর তাঁর বইয়ে জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গাকে বেছে নেওয়ার জন্য কংগ্রেসের সমালোচনা করেছিলেন। বলেছিলেন, এটি অসাম্প্রদায়িক। আরএসএস-এর মুখপত্র ‘অর্গানাইজ়ার’ ১৯৪৭ সালে তেরঙ্গা নিয়ে লেখে, “একে হিন্দুরা কখনওই সম্মান করতে পারে না। তিন সংখ্যাটিই অশুভ। ফলে তিন রংয়ের পতাকা দেশের উপরে খারাপ মানসিক প্রভাব ফেলবে। ২০০১ সাল পর্যন্ত আরএসএস তার সদর দফতরে তেরঙ্গা পতাকা তোলেনি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)