পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়সলমীর থেকে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
২৫ জানুয়ারি রাতে অভিযুক্ত ব্যক্তি ঝাবরারাম মোঘওয়ালের বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি। তার পরে তাকে আটক করে জয়পুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অভিযোগ, ‘ই-মিত্র’ কেন্দ্র চালানোর আড়ালে ইসলামাবাদের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করত ওই ব্যক্তি। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ও কম্পিউটরও। সেগুলির ফরেনসির পরীক্ষা করা হবে। অভিযোগ, ওই ব্যক্তির যোগাযোগ ছিল পাকিস্তানের এক বিশেষ মহিলার সঙ্গে। আরও অভিযোগ, ঝাবরারামের কাছে সরকারি প্রকল্প-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল যা তার মাধ্যমেই পেয়েছিল পাকিস্তানের ওই মহিলা।
আরও পড়ুন:
অনুমান করা হচ্ছে, হানি ট্র্যাপের ফাঁদে পড়েই সরকারি নথি ফাঁস করেছিলেন আটক হওয়া ব্যক্তি। যদিও সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। টাকার বিনিময়ে নাকি ফাঁদে পড়েই নথি ফাঁস করেছে অভিযুক্ত তা জানতে তদন্ত চলছে।