ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলির ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার এ কথা জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকের ডাক দিয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ক নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন লুলা। প্রসঙ্গত, ভারত এবং ব্রাজ়িল, এই দুই দেশের রফতানি করা পণ্যের উপরে সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
ব্রিকসে ভারত, ব্রাজ়িল ছাড়াও রয়েছে চিন, রাশিয়া, ইরান। নেতৃত্বে এখন রয়েছে ব্রাজ়িল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর শুক্রবার বিবৃতি দিয়ে বলেন, ‘‘ব্রিকসের ব্রাজ়িলিয়ান প্রতিনিধি (চেয়ার) ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। ৮ সেপ্টেম্বর সেই বৈঠক হবে। আমাদের তরফে বিদেশমন্ত্রী যোগ দেবেন বৈঠকে।’’
চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। মোদী সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেই ঘনিষ্ঠতাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছে। সেই আবহে ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা ব্রিকস সম্মেলনের ডাক দিয়েছেন। সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। তার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি ট্রাম্পকে দেখাতেই এই বৈঠক!
রণধীর জানিয়েছেন, ভারত এবং ব্রাজ়িল, এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই অংশীদারিত্বকেই আরও এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। দুই দেশের এই সম্পর্ক ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন রণধীর। তিনি আরও জানিয়েছেন, দুই দেশের এই কৌশলগত অংশীদারিত্ব তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আগ্রহের উপর নির্ভর করছে। অনেক ওঠাপড়ার মধ্যেও সেই সম্পর্ক অক্ষত রয়েছে। ব্রাজিল সরকারের সূত্রে জানা গিয়েছে, যে সব দেশে বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে, তাদের এক জায়গায় আনতে চাইছেন প্রেসিডেন্ট লুলা। মনে করা হচ্ছে, সে জন্যই ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে বৈঠকে বসার ডাক দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভারতের উপরে আমেরিকা শুল্ক চাপিয়েছিল ২৫ শতাংশ। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা হিসাবে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ব্রাজিলের উপরেও আমেরিকা কর চাপিয়েছে ৫০ শতাংশ। ব্রাজিলের উপরে আমেরিকা শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে আলোচনা করবেন। সেই মতো মোদীকে ফোন করে কথা বলেন তিনি। সেই প্রসঙ্গে সমাজমাধ্যমে মোদী জানান, ‘পারস্পরিক সহযোগিতা’ নিয়ে ফোনালাপে ‘ভাল আলোচনা’ হয়েছে। এ বার লুলার ডাকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন জয়শঙ্কর।
প্রসঙ্গত, শুক্রবার ট্রাম্প সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, ‘‘মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।’’ এই আবহে লুলার ডাকা ভার্চুয়াল বৈঠক ‘তাৎপর্যপূর্ণ’ হতে পারে বলে মনে করা হচ্ছে।