Advertisement
১৭ এপ্রিল ২০২৪

পলাতক জামাত জঙ্গি ধৃত বরাকে

করিমগঞ্জের সুতারকান্দি থেকে জেএমবি-র এক ফেরার চাঁই আসাদুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, শাহনুর আলমের ঘনিষ্ঠ আসাদ ছিল অসমে জেএমবির ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’। খাগড়াগড় বিস্ফোরণের সময়ে বর্ধমানেই ছিল সে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:০২
Share: Save:

করিমগঞ্জের সুতারকান্দি থেকে জেএমবি-র এক ফেরার চাঁই আসাদুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, শাহনুর আলমের ঘনিষ্ঠ আসাদ ছিল অসমে জেএমবির ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’। খাগড়াগড় বিস্ফোরণের সময়ে বর্ধমানেই ছিল সে।

দু’বছর আগে অক্টোবরে খাগড়াগড় বিস্ফোরণের সূত্র ধরে অসমের বরপেটা থেকেও জেএমবির ১০ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে অসম মডিউলের শীর্ষ নেতা শাহনুরকে হেফাজতে নেয় এনআইএ। তদন্ত চালিয়ে এনআইএ জানতে পারে— বিস্ফোরণের পরে উধাও হয়ে গিয়েছিল আসাদ আলি ওরফে আসাদুল্লাহ ওরফে মইনুল ইসলাম। সংগঠনে সে ইসমাইল হুসেন নামে পরিচিত। শাহনুর ধরা পড়লেও আসাদ পালিয়ে যায় বাংলাদেশে।

পুলিশের দাবি, ১৩ মার্চ রাতে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়ে আসাদ। আগাম খবরের ভিত্তিতে এসপি প্রদীপরঞ্জন কর তাঁকে গ্রেফতার করে গুয়াহাটি চলে আসেন। এসবি সূত্রে জানানো হয়, বাংলাদেশে আসাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পরে গ্রেফতার এড়াতে সে ভারতে ফিরতে চাইছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jamaat militant arrested Barak Valley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE