নিরাপত্তার কারণে অমরনাথ যাত্রীদের অবিলম্বে উপত্যকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিল জম্মু-কাশ্মীর সরকার। চলে যেতে বলা হয়েছে পর্যটকদেরও। পাক মদতপুষ্ট জঙ্গিরা উপত্যকায় বড় ধরনের হামলার ছক কষেছে বলে ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে খবর এসেছে। সে কারণেই রাজ্য সরকারের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। পর্যটকদেরও যত দ্রুত সম্ভব ফিরে যেতে বলা হয়েছে।
শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের হামলার ছক কষছে জঙ্গিরা। মূলত অমরনাথ যাত্রীরাই তাদের নিশানায় রয়েছেন। উপত্যকায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে অমরনাথ যাত্রী এবং পর্যটকদের নিরাপত্তাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই যত শীঘ্র সম্ভব, ছুটি কাটছাঁট করে, নিরাপদে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ দিন সকালেই ভারতীয় সেনা এবং রাজ্য পুলিশের তরফে একটি যৌথ সাংবাদিক বৈঠকে জঙ্গি হামলার সম্ভাবনার কথা জানানো হয়। সেখানে বলা হয়, অমরনাথ যাওয়ার পথ থেকে থেকে প্রচুর বোমা, একটি ল্যান্ডমাইন এবং একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, তীর্থযাত্রীদের সফর বানচাল করতে, পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলার ছক কষছে। এই ষড়যন্ত্রে সরাসরি ভাবে যুক্ত রয়েছে পাক সেনাও।