Advertisement
১৮ মে ২০২৪

জনধন অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ জমার পরিমাণ বাড়ল

জনধন যোজনার অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে টাকা জমা দেওয়ার সর্বোচ্চ সীমা বাড়ানো হল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ২১:৫৮
Share: Save:

জনধন যোজনার অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে টাকা জমা দেওয়ার সর্বোচ্চ সীমা বাড়ানো হল।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরে সকল নাগরিককেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আওতায় নিয়ে আসার লক্ষ্যে জনধন অ্যাকাউন্ট চালু হয়। এ প্রকল্পে খোলা প্রায় ২৪ কোটি অ্যাকাউন্ট। শূন্য ব্যালান্সের এই অ্যাকাউন্টের মাধ্যমে মূলত দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই জনধনে টাকা রাখায় শীর্ষে পশ্চিমবঙ্গ। সে নিয়ে তুলকালাম কেন্দ্র বনাম রাজ্যের। এত দিন এই অ্যাকাউন্টে এক আর্থিক বছরে সর্বোচ্চ ১০,৬৭০.৬২ কোটি, টাকা জমা রাখা যেত। শুক্রবার তা কেন্দ্র বাড়িয়ে করল সর্বোচ্চ ৬৪,২৫২.১৫ কোটি। কেন্দ্রের কড়া নির্দেশে এটাও জানানো হয়েছে, কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোনও অফিসার এক অথবা দু’টাকা দিয়ে এ হেন শূন্য ব্যালান্সের জনধন অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। এরই মধ্যে বাজারে চালু হয়ে যাবে ২০০০ এবং ৫০০ টাকার নোটগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jan Dhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE