বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রে জন সুরাজ পার্টির ‘বাহুবলী’ দুলারচাঁদ যাদবের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত, জেডিইউ প্রার্থী অনন্ত সিংহকে গ্রেফতার করল পুলিশ। পটনার এসএসপি খবরটি নিশ্চিত করেছেন। এ দিন নির্বাচন কমিশনও কড়া পদক্ষেপ করল। গত কাল বিহার পুলিশের ডিজি বিনয় কুমারকে যত দ্রুত সম্ভব ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (এটিআর) জমা দিতে বলা হয়েছিল। আজই মোকামায় নিযুক্ত তিন পুলিশ কর্তাকে সরানো হল। তাঁদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হল কমিশনের নির্দেশিকায়।
এসডিও চন্দন কুমার, এসডিপিও রাকেশ কুমার, এসডিপিও অভিষেক সিংহকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে আশিস কুমার (আইএএস), আনন্দ কুমার সিংহ (এসপি, সিআইডি, পটনা) ও আয়ুষ শ্রীবাস্তব (এসপি, অ্যান্টি টেরর স্কোয়াড)। বদলি করে দেওয়া তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন। সেই সঙ্গে এসডিপিও অভিষেক সিংহকে অবিলম্বে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। এ ছাড়াও, পটনার সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (গ্রামীণ) বিক্রম সিহাগকেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় কাকে নিয়োগ করা যেতে পারে, সেই সব অফিসারের নামের প্রস্তাবিত তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে। সব ক’টি নির্দেশ যে পালন করা হয়েছে, তা আগামিকাল, ২ নভেম্বর, দুপুর ১২টার মধ্যে জানাতে বলেছে কমিশন।
সম্প্রতি জেডিইউ প্রার্থী অনন্ত সিংহ ও জন সুরাজ পার্টির প্রার্থী প্রিয়দর্শী পীযূষের সমর্থকদের সংঘর্ষের মাঝে ৭৫ বছর বয়সি দুলারচাঁদ খুন হন। মোকামার ১০০ কোটি টাকার মালিক ‘ছোটে সরকার’ অনন্ত সিংহের নামে পুলিশের খাতায় ৩৮টি মামলা ছিল। তাতে আরও একটি যোগ হয়েছে। তা হল দুলারচাঁদ খুন। দুলারচাঁদ একসময় লালুপ্রসাদের ঘনিষ্ঠ ছিলেন। তাঁর নামেও আটটি খুন, অস্ত্র আইনের মামলা ছিল। বৃদ্ধ বয়সে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে মোকামা টাল এলাকায় জন সুরাজের প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচার করছিলেন। একই সময়ে ৪০ গাড়ির কনভয় নিয়ে প্রচারে বেরিয়েছিলেন অনন্ত সিংহও। দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধের মধ্যেই প্রথমে দুলারচাঁদের পায়ে গুলি লাগে। তারপর গাড়ির চাকায় তাঁকে পিষে ফেলা হয়। অভিযোগ, অনন্ত সিংহই ‘মার দো’ বলে নির্দেশ দিয়েছিলেন। এ বারের বিহারের বিধানসভা ভোটে এটি প্রথম রাজনৈতিক ‘খুন’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)