ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে জোর করে প্রবেশের জন্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। নিশিকান্ত ঝাড়খণ্ডেরই গোড্ডার সাংসদ। মনোজ উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের।
ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, ‘বলপ্রয়োগ’ করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুই সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর। তারই ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর রুজু করা হয়েছে। প্রসঙ্গত, নিশিকান্তের আনা নোটিসের জেরেই ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেছিল।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সেপ্টেম্বরে নিশিকান্ত-সহ ন’জন বিজেপি সাংসদ জোর করে দেওঘর বিমানবন্দরের ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’-এ ঢুকে সংশ্লিষ্ট আধিকারিকদের হুমকি দিয়ে রাতে চার্টার্ড বিমানের উড়ানের অনুমতি দিতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। বিমানবন্দরের ডিএসপি সুমন আমনের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই মামলা এখনও বিচারাধীন। ২০০৯ থেকে টানা চারটি লোকসভা ভোটে গোড্ডা থেকে নির্বাচিত নিশিকান্ত তাঁর নির্বাচনী হলফনামার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে নথিগুলি পেশ করেছিলেন, তার প্রতিলিপি এবং এ সংক্রান্ত নথি টুইটারে পোস্ট করে বছর কয়েক আগে তৃণমূল সাংসদ মহুয়া অভিযোগ করেছিলেন, ওই বিজেপি সাংসদের পিএইডি এবং এমবিএ ডিগ্রি জাল!