প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষাকে বাতিল ঘোষণা করল সে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন। গত ৩ জুলাই এই পদের জন্য লিখিত পরীক্ষা হওয়ার পর মঙ্গলবার এই পরীক্ষা বাতিলের কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযোগের তদন্তে নেমে রাঁচী পুলিশ গিরিডির এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস করেছেন। ডিপ্লোমা স্তরের ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য গত ৩ জুলাই রাঁচী, বোকারো এবং পূর্ব সিংভূম জেলায় ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষা নিয়েছিল, মঙ্গলবার নিজেদের সাইটে বিজ্ঞাপন দিয়ে তা বাতিল করার কথা ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্তে নেমে রাঁচী (গ্রামীণ)-এর এসপি নৌশাদ আলম জানান, এই ঘটনার প্রধান অভিযুক্ত রঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করার পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য কমিশনের আধিকারিকদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আলম। আলম বলেন, ‘‘তদন্ত থেকে এটা স্পষ্ট যে, পরীক্ষা শুরুর আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে প্রশ্নপত্রটি ছড়ানো হয়েছিল, তার সঙ্গে আসল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।’’ তাঁর আরও দাবি একটি দুষ্টচক্র প্রশ্নপত্র বিক্রির বিনিময়ে এক একজনের কাছ থেকে অন্তত ১৫-২০ লক্ষ টাকা নিয়েছে। এই নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন আলম।