ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার ঘটনায় তাদের দোষারোপ করায় এ বার পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে তদন্তে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুললেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ)ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তাঁর দাবি, মুখোশ পরে তিনি হামলা করতে যাননি। বরং তাঁর উপরই হামলা হয়েছে।
জেএনইউ-তে হামলার ঘটনায় গত এক সপ্তাহ ধরে গত এক সপ্তাহ ধরে বিতর্ক চলছে। এ নিয়ে শুরু থেকেই সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর দিকে আঙুল তুলে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিয়োতেও সেই ইঙ্গিত মিলেছিল।
কিন্তু শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে সে দিনের ঘটনার জন্য মূলত বামপন্থী সংগঠনগুলিকেই কাঠগড়ায় তোলে দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়া সূত্রে হাতে আসা একাধিক ছবি তুলে ধরে আইসা সহ বামপন্থী সংগঠনের ৭ জনকে হামলাকারী হিসাবে চিহ্নিত করে পুলিশ। সঙ্ঘের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) চিহ্নিত করা হয় দু’জনকে। পেরিয়ার হস্টেলে ভাঙচুর চালানোয় নেতৃত্ব দেওয়ার জন্য ঐশী ঘোষকে চিহ্নিত করে তারা।