ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে মুখওশধারী দুষ্কৃতীরা। তার প্রায় ৪৮ ঘণ্টা পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) উপাচার্য এম জগদীশ কুমার। তাঁর ইস্তফার দাবিতে পড়ুয়া এবং অধ্যাপকরা যখন জোরাল সওয়াল করছেন, ঠিক তখনই আন্দোলনকারী পড়ুয়াদের নির্ভয়ে ক্যাম্পাসে ফেরার অনুরোধ জানালেন তিনি। অতীত ভুলে সব কিছু নতুন ভাবে শুরু করার আর্জি জানালেন।
রবিবার রাতে হামলার পর থেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছিলেন জগদীশ কুমার। বরং টুইটারে বার্তা দিয়েই কাজ সারছিলেন। শেষ মেশ মঙ্গলবার দুপুরে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‘রবিবারের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক। আমাদের ক্যাম্পাস যুক্তি-তর্ক এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্যই পরিচিত। হিংসা কখনওই সমাধান হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করব আমরা।’’
রবিবারের ঘটনার পর আতঙ্কে হস্টেল ছাড়তে শুরু করেছিলেন পড়ুয়াদের একাংশ। এ দিন তাঁদের নির্ভয়ে ফিরে আসতে বলেন উপাচার্য। তিনি বলেন, ‘‘জেএনইউ ক্যাম্পাস সম্পূর্ণ নিরাপদ। সমস্ত পড়ুয়াদের ফিরে আসতে অনুরোধ জানাচ্ছি। পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে। এসো অতীত ভুলে সব কিছু নতুন ভাবে শুরু করি।’’