Advertisement
২০ এপ্রিল ২০২৪

জেএনইউ জট নিয়ে বিক্ষোভ

আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
Share: Save:

দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। এই অবস্থায় জেএনইউ জট দ্রুত কাটানোর দাবিতে আজ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জেএনইউটিএ।

সংগঠনের সম্পাদক সুরজিৎ মজুমদারের অভিযোগ, ‘‘বার বার সময় চাওয়া সত্ত্বেও মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রকের কেউ দেখা করতে চাননি।’’ অভিযোগের একই সুর পড়ুয়াদের কথায়। ছাত্র সংগঠন জেএনইউএসইউয়ের ভাইস প্রেসিডেন্ট সাকেত মুন বলেন, ‘‘মন্ত্রক আশ্বাস দিয়েছিল, রবিবারের মধ্যে সঙ্গে কথা বলবেন মন্ত্রী। সমস্যা মেটাতে মন্ত্রকের গড়া কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনার জন্যও সময় চাওয়া হয়েছিল সোমবার সন্ধ্যা পর্যন্ত। কিন্তু কোনওটিই হয়নি।’’ তাই পড়ুয়াদের প্রতিবাদ ও ধর্মঘট জারি থাকবে বলে তাঁদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JNU Fee Hike Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE