Advertisement
E-Paper

‘জেএনইউয়ে ওরা কন্ডোম খুঁজে পায়, নিখোঁজ ছাত্রকে খুঁজে পায় না’

কেন্দ্রীয় সরকারকে ফের কটাক্ষে বিঁধলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার। প্রশ্ন তুললেন, কেন বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রটির এখনও কোনও খোঁজ পাওয়া গেল না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১৬:৪৫
কানহাইয়া কুমার।

কানহাইয়া কুমার।

কেন্দ্রীয় সরকারকে ফের কটাক্ষে বিঁধলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার। প্রশ্ন তুললেন, কেন বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রটির এখনও কোনও খোঁজ পাওয়া গেল না।

তাঁর বই ‘ফ্রম বিহার টু তিহার’-এর প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে মঙ্গলবার জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার বলেন, ‘‘ওদের (কেন্দ্রীয় সরকার) গোয়েন্দা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে বিশ্ববিদ্যালয় চত্বরে কন্ডোমের কতগুলি প্যাকেট ব্যবহার হয়, তার খবর ওরা পায়! কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নাজিব আহমেদ কোথায় গেলেন, তার খোঁজখবর ওরা দিতে পারে না।’’ তাঁর হস্টেলের ঘরে ব্যাপক ভাবে প্রহৃত হওয়ার পর নাজিব গত ১৪ অক্টোবর থেকেই নিখোঁজ হয়ে যান। তাঁকে খুঁজে বের করার দাবিতে এ দিন ছাত্র বিক্ষোভও হয় জেএনইউ চত্বরে। বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অভিযোগ, নিখোঁজ হয়ে যাওয়ার আগে বিজেপি’র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্রদের হাতে ব্যাপক ভাবে প্রহৃত হন নাজিব। এবিভিপি অবশ্য ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

গত ফেব্রুয়ারিতে বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা বলেছিলেন, ‘‘হচ্ছেটা কী জেএনইউয়ে? প্রায় রোজই ওই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিয়ারের তিন হাজার ক্যান ও বোতল, দু’হাজার ভারতীয় মদের বোতল, দশ হাজার সিগারেট প্যাকেট, চার হাজার বিড়ি আর হাজার পঞ্চাশেক গাঁজা, আফিমের প্যাকেট পাওয়া যায়। পাওয়া যায় তিন হাজার কন্ডোম আর গর্ভপাতের ৫০০ ইঞ্জেকশন।’’

গত সপ্তাহের শেষে নিখোঁজ ছাত্র নাজিবকে তড়িঘড়ি খুঁজে বের করার দাবিতে জেএনইউয়ের ছাত্রছাত্রীরা দিল্লির ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভকারীদের ছাত্রদের গ্রেফতার করে। অভিযোগ, নিখোঁজ ছাত্র নাজিবের মাও নিগৃহীত হন পুলিশের হাতে। তাঁকেও আটক করা হয়।

আরও পড়ুন- আদিবাসী খুনে অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ও জেএনইউ-এর ২ অধ্যাপক

Kanhaiya Kumar's Fresh Attack They Found 3000 Condoms In JNU, Not A Missing Student Kanhaiya Kumar's Fresh Attack: 'They Found 3000 Condoms In JNU, Not A Missing Student'
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy