৫৪ কোটি টাকা কর দিলেন উত্তরপ্রদেশের কানপুরের সেই সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈন। মঙ্গলবার আমদাবাদের ডিরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্স (ডিজিজিআই)-এর অ্যাকাউন্টে সেই টাকা জমা দিয়েছেন পীযূষ।
ডিজিজিআই-এর আইনজীবী অম্বরীশ জৈন জানিয়েছেন, সরকারের কোষাগারে ৫৪ কোটি টাকা জমা করেছেন পীযূষ। আদালতে সেই তথ্য জানিয়ে জামিনের আবেদনও করেছেন তিনি। যদিও সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। ডিসিজিআই জানিয়েছে, এখনও আরও তদন্ত বাকি।