কর্নাটকের কোপ্পালে এক ইজ়রায়েলি পর্যটক-সহ দুই তরুণীকে গণধর্ষণের ঘটনায় কড়া নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শনিবার তিনি বলেন, ‘‘সমস্ত রাজ্যবাসী এবং এখানে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। এই রকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি বলেন, ‘‘কোপ্পালের সানাপুর গ্রামের হোমস্টের মালিক ওই তরুণী এবং তাঁর সঙ্গী ইজ়রায়েলি পর্যটককে গণধর্ষণের ঘটনা বর্বরোচিত এবং জঘন্য অপরাধ। ঘটনাটির কথা জানতে পেরেই পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি।’’
বৃহস্পতিবার রাতে সানাপুরের ২৯ বছরের হোমস্টের মালিকের সঙ্গে ২৭ বছরের ওই বিদেশিনি এবং আর তিন পুরুষ পর্যটক ঘটনাস্থলে গিয়েছিলেন। রাতের আকাশে তারা দেখার জন্য তুঙ্গভদ্রার পশ্চিম তীরের খালের ধারে নির্জন ওই এলাকাটি তাঁরা বেছে নেন। সেখানে মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী হাজির হয়। তিন পুরুষ সঙ্গীকে খালের জলে ঠেলে ফেলে দেয় তারা। দু’জন সাঁতরে প্রাণ বাঁচাতে পারলেও তলিয়ে যান ওড়িশার এক যুবক। বিবাশ নামে ওই যুবকের দেহ পরে উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে, দুই তরুণীকে মারধর করে তাঁদের গণধর্ষণ করা হয়। দুই অভিযুক্ত ইতিমধ্যে
ধরা পড়েছে। সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)