Advertisement
০৭ মে ২০২৪

সন্ত্রাস সরিয়ে ফের ভোটমুখী ভূস্বর্গ

মেটেনি ভোটপর্ব। জঙ্গি আতঙ্ক সরিয়ে রেখে তাই ফের গণতন্ত্রের রঙেই সাজতে চাইছে ভূস্বর্গ। আজ সারাদিনের রাজনৈতিক ব্যস্ততা অন্তত তেমনটাই ইঙ্গিত দিল। প্রথম দু’দফার ভোটে জঙ্গি হুমকি উপেক্ষা করেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন উপত্যকাবাসী। গত কাল ১২ ঘণ্টার মধ্যে চার-চারটি জঙ্গি হামলা স্বভাবতই কিছুটা আতঙ্ক আবহ রেখে গিয়েছে। আজই সেনা জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া শুকনো খাবারের প্যাকেটে মিলেছে পাকিস্তানি ব্র্যান্ডের ছাপ।

তৃতীয় দফার ভোট মঙ্গলবার। তার আগে প্রচারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার তংমার্গে।

তৃতীয় দফার ভোট মঙ্গলবার। তার আগে প্রচারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার তংমার্গে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০২:০৬
Share: Save:

মেটেনি ভোটপর্ব। জঙ্গি আতঙ্ক সরিয়ে রেখে তাই ফের গণতন্ত্রের রঙেই সাজতে চাইছে ভূস্বর্গ। আজ সারাদিনের রাজনৈতিক ব্যস্ততা অন্তত তেমনটাই ইঙ্গিত দিল।

প্রথম দু’দফার ভোটে জঙ্গি হুমকি উপেক্ষা করেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন উপত্যকাবাসী। গত কাল ১২ ঘণ্টার মধ্যে চার-চারটি জঙ্গি হামলা স্বভাবতই কিছুটা আতঙ্ক আবহ রেখে গিয়েছে। আজই সেনা জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া শুকনো খাবারের প্যাকেটে মিলেছে পাকিস্তানি ব্র্যান্ডের ছাপ। এ সব সত্ত্বেও আজ অন্তত উপত্যকায় পাল্লা ভারী ভোটের। শেষ মুহূর্তে গেরুয়ার গাঢ়ত্ব পরখে সোমবারই শ্রীনগরে পা রাখছেন নরেন্দ্র মোদী। শের-ই-কাশ্মীর স্টেডিয়ামের জনসভায় বক্তৃতা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। ঠিক তার পরের দিন, ৯ তারিখ বদগাম, পুলওয়ামা, বারামুলা প্রভৃতি জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোট। তার পর আরও দু’দফা। ফল প্রকাশ ২৩ ডিসেম্বর।

চাঙ্গা তাই সব শিবিরই। কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্তে সরাসরি মোদীকেই নিশানা করে আজ তোপ দেগেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। যদিও সন্ত্রাস মোকাবিলা নিয়েই আজ কার্যত একই সুর শোনা গিয়েছে কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স, বিরোধী পিপল্স ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এবং রাজ্য বিজেপি নেতাদের গলায়। উপত্যকার বিজেপি নেতারা আশাবাদী, গত কালের জঙ্গি হানা মোদীর সভায় কোনও প্রভাব ফেলবে না। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সরাসরি জঙ্গি আতঙ্কের কথা উড়িয়ে দিয়েছেন। পিডিপি-র প্রতিষ্ঠাতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদ বলেছেন, “উপত্যকায় গণতন্ত্র নিরাপদ।”

ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে পাল্লা দিয়েই আজ একাধিক মিছিল ও পথসভা করেছে পিডিপি। নির্দল প্রার্থীরাও আজ সারা দিন ভোটদাতাদের বাড়ি বাড়ি ঘুরেছেন। বীরওয়া বিধানসভা কেন্দ্র থেকে গত বারের জেতা আসন ধরে রাখার চ্যালেঞ্জ ওমরের সামনে। আজ তিনি সভা করেছেন বদগামে। বীরওয়া, খানসাহেব ও চরার-ই-শরিফ কেন্দ্রে পিডিপি প্রার্থীদের হয়ে প্রচারে নামেন সইদ নিজে। শ্রীনগরের সোনাওয়ার বিধানসভা কেন্দ্রে পিডিপি-র জনসভায় বক্তৃতা দিয়েছেন তাদের প্রার্থী তারিক হামিদ। দক্ষিণ কাশ্মীরের ত্রাল-এর বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে গত কাল প্রাণ গিয়েছিল দু’জন পথচারীর। আজ সেখানে সভা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেন।

তবে নিরাপত্তা নিয়ে নেতারা আত্মবিশ্বাসী বার্তা দিলেও স্বাভাবিক কারণেই যথেষ্ট কড়া নজরদারি আজ চোখে পড়েছে উপত্যকা জুড়ে। যেখানে যেখানে পথসভা-মিছিল হয়েছে, সর্বত্রই জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। মোদীর সফরের কথা মাথায় রেখে শ্রীনগরের একাধিক রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধাসেনা।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, পাকিস্তান থেকে আসা কিছু জঙ্গি এখনও লুকিয়ে থাকতে পারে রাজ্যে। তাই তল্লাশি চলছে প্রতিটি গাড়িতেই। রাতে চলছে বিশেষ টহলদারি। কাউকে সন্দেহজনক মনে হলে নজর রাখা হচ্ছে তাঁর গতিবিধির উপর।

জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে বলে গত কালই দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া পাক ব্র্যান্ডের ছাপ মারা শুকনো খাবারের প্যাকেট সেই দাবি আরও জোরালো করেছে এ দিন। বস্তুত, এত বেশি শুকনো খাবার পাওয়া গিয়েছে তাদের কাছে যে, জঙ্গিরা সম্ভবত আরও বড় মাপের ও দীর্ঘস্থায়ী কোনও হামলার ছক কষছিল বলে আশঙ্কা প্রকাশ করেছে সেনা।


নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগের। শনিবার শ্রীনগরে।

নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশে শ্রীনগরে আজ শ্রদ্ধা জানান সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ। ভোট শুরু হওয়া ইস্তক এই নিয়ে তৃতীয় বার তিনি পা রাখলেন রাজ্যে। গত কালের সংঘর্ষে নিহত লেফটেন্যান্ট কর্নেল সঙ্কল্প কুমার ও আরও সাত জওয়ানের বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, “ভোট বানচাল করার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার উপযুক্ত জবাব দিয়েছেন আমাদের সহকর্মীরা।” হাজারিবাগের জনসভা থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীও।

রাজনীতির অঙ্কে বহাল বিরোধিতাও। নির্বাচনে ফায়দা তুলতেই উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয় বিজেপি, আজ এমনটাই অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতা শ্যামলাল শর্মা। দেশের অন্য প্রান্তে রাহুল গাঁধী আজ সভা করেন রাঁচির কাঁকে বিধানসভা কেন্দ্রে। সেখানেই মোদীর ‘আচ্ছে দিন’-কে কটাক্ষ করে তিনি বলেন, “মোদী জমানায় এখন আর পর্যটক নয়, জঙ্গিরা আসেন কাশ্মীরে। ইউপিএ জমানায় শান্তি ছিল ভূস্বর্গে, এখন শুধুই আতঙ্ক।”

জঙ্গি হামলার কড়া নিন্দা করে আজ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই দাঁড়াবে আমেরিকা। বদলাবে না কাশ্মীর নীতিও।”

ছবি:পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE