Advertisement
১৮ মে ২০২৪
National

৩০ বছরে সবচেয়ে কম, কাশ্মীরে ভোট পড়ল মাত্র ৭ শতাংশ!

শ্রীনগর ও বাদগাম লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার দিনভর গুলি, সন্ত্রাসে রক্তাক্ত হয়ে থাকল উপত্যকা। একটা-দু’টো নয় ভোট-হিংসার ঘটনা ঘটেছে অন্তত ২০০টি জায়গায়। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পড়েছে মেরেকেটে ৭ শতাংশ। গত ৩০ বছরে কোনও নির্বাচনেই এত কম ভোট পড়েনি কাশ্মীরে।

প্রায় শুনশান বুথ। রবিবার, শ্রীনগরে উপনির্বাচনে।

প্রায় শুনশান বুথ। রবিবার, শ্রীনগরে উপনির্বাচনে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ২১:১৫
Share: Save:

শ্রীনগর ও বাদগাম লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার দিনভর গুলি, সন্ত্রাসে রক্তাক্ত হয়ে থাকল উপত্যকা। একটা-দু’টো নয় ভোট-হিংসার ঘটনা ঘটেছে অন্তত ২০০টি জায়গায়। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পড়েছে মেরেকেটে ৭ শতাংশ। গত ৩০ বছরে কোনও নির্বাচনেই এত কম ভোট পড়েনি কাশ্মীরে।

নিরাপত্তা বাহিনী জানাচ্ছে, যারা ভোট বয়কটের ডাক দিয়েছিল, সেই বিচ্ছিন্নতাবাদীরা এ দিন সকাল থেকেই শ্রীনগর ও বাদগাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার বুথে বুথে ভোটারদের ভয় দেখাতে থাকে। সপ্তাহখানেক আগে থেকেই তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা রকমের হুমকি দিতে শুরু করে। ফলে, স্বাভাবিক ভাবেই বুথে গিয়ে ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন ভোটাররা। দিনভর হামলা, সন্ত্রাসে এ দিন দু’টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে অন্তত ৬ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন- উপনির্বাচনে রণক্ষেত্র কাশ্মীর, বুথে হামলা, বাসে আগুন, গুলিতে হত ৬

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashmir Bypoll in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE