নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি কেজরীওয়ালের। ছবি— পিটিআই।
দেশের বেহাল অর্থনীতির হাল ফেরাতে নোটে গান্ধীর পাশাপাশি লক্ষ্মী-গণেশের ছবি ছাপার আর্জি জানালেন আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে কেজরীওয়ালের এ হেন পরামর্শে বিতর্ক দানা বেঁধেছে।
খড়্গপুর আইআইটির প্রাক্তনী কেজরীওয়াল জানিয়েছেন, দীপাবলির পুজো করতে করতেই তাঁর মাথায় এই ভাবনা আসে। তিনি বলেন, ‘‘আমরা সবাই দেখতে পাচ্ছি, কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। আমরা সবাই চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়, কিন্তু এ জন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই, যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।’’ এর পরই সাংবাদিকদের সামনে কেজরীওয়াল বলে ওঠেন, ‘‘আজ, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের নোটের এক দিকে গান্ধীজির ছবি রয়েছে। সেটা তেমনই থাকুক। কিন্তু অন্য দিকে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা উচিত।’’
কেজরীওয়াল জানান, তিনি নোটে কোনও বদল আনার কথা বলছেন না। শুধু লক্ষ্মী ও গণেশের ছবি দেওয়ার আবেদন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতি দিন নতুন নোট ছাপা হয়। এই ছবিগুলো তাতে ঢুকিয়ে দিলেই হয়।’’ কিন্তু কেন তিনি কেবল মাত্র লক্ষ্মী-গণেশের ছবিই দিতে বলছেন? কেজরীওয়ালের জবাব, ‘‘এই দুই দেবদেবীর কৃপা থাকলেই মানুষ সমৃদ্ধির মুখ দেখতে পারে। যেটা আমাদের অর্থনীতিতে বর্তমানে অনুপস্থিত।’’ এ প্রসঙ্গে নিজের মতো করে উদাহরণও টেনেছেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘‘ইন্দোনেশিয়ার দিকে তাকান। সেখানে ২-৩ শতাংশ হিন্দু জনসংখ্যা আছে। কিন্তু ওদের নোটের উপর গণেশজির ছবি আছে। ইন্দোনেশিয়া করতে পারলে আমরা কেন পিছিয়ে থাকব!’’
এর পর সরাসরি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এর পর একই দাবি জানিয়ে আমি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখব। কারণ, এখন যা পরিস্থিতি তাতে মানুষের প্রচেষ্টার পাশাপাশি ভগবানের করুণারও দরকার হয়ে পড়েছে। এ ছাড়া হবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy