শবরীমালা মন্দিরের সামনে থেকে কেরলের এক হিন্দুত্ববাদী সংগঠনের মহিলা সভাপতিকে গ্রেফতার করে পুরস্কৃত হলেন একদল মহিলা পুলিশ। ওই মহিলা পুলিশের দু’জন নগদ ১০০০ টাকা করে এবং অন্য ৮ জন ৫০০ টাকা করে পুরস্কারও পেয়েছেন।
কেপি শশীকলা কেরলের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য বেদীর রাজ্য সভাপতি। ১৬ নভেম্বর শবরীমালা মন্দির খুলেছিল। ১৭ নভেম্বর সারাদিনের ভক্তদের দর্শন দেওয়ার পর মন্দির যখন বন্ধ হচ্ছে, শশীকলা মন্দিরের মূল দরজা থেকে তখন মাত্র এক কিলোমিটার দূরত্বে। কিন্তু চেষ্টা করেও সময়ের মধ্যে পৌঁছতে পারেননি শশীকলা। তারপরই তিনি সিদ্ধান্ত নেন যত ক্ষণ না মন্দিরের দরজা খুলছে তিনি মন্দির চত্বরেই কাটাবেন। এতে আপত্তি জানায় কেরল পুলিশ।
কিন্তু শশকলা তা মানতে চাননি। শশীকলা মন্দির চত্বরে কাটালে আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। তাই কোনও কিছু বিচার না করে তাঁকে জোরজবরদস্তি নিজেদের হেফাজতে নেয় মহিলা পুলিশ। পরে যদিও ছেড়েও দেওয়া হয়।