Advertisement
২২ মার্চ ২০২৩
kerala

Kerala High Court: কেরলে বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা! দায়ী পর্ন সাইট: হাই কোর্ট

উদ্ভুত পরিস্থিতিতে শিশুদের ইন্টারনেটের সঠিক ব্যবহারের পাঠ দেওয়াও সমান জরুরি বলে মন্তব্য করে কেরল হাই কোর্ট।

কেরল হাই কোর্ট।

কেরল হাই কোর্ট। ফাইল চিত্র।

কোচি (কেরল) শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১২:০৪
Share: Save:

কেরলে বাড়ছে নাবালিকা অন্তঃসত্ত্বাদের সংখ্যা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্কুলে জীবনশৈলী শিক্ষা বিস্তারে জোর দিতে বলল কেরল হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অবক্ষয়ের জন্য দায়ী নীল ছবির রমরমা।

Advertisement

সম্প্রতি একটি ১৩ বছরের নাবালিকার গর্ভপাতের আবেদনে মামলা দায়ের হয় কেরল হাই কোর্টে। বিচারপতি ভিজি অরুণের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি ওই ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দেন। এর পর কেরলে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় তাঁকে। বিচারপতি বলেন, ‘‘এই মামলার শুনানির আগে ক্রমবর্ধমান নাবালিকাদের গর্ভধারণের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হচ্ছি। এই মামলাগুলির বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ আত্মীয়রাই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন। আমার মতে, আমাদের বিদ্যালয়ে যে জীবনশৈলী শিক্ষার পাঠ দেওয়া হচ্ছে, কর্তৃপক্ষের তা নতুন করে দেখার সময় এসেছে।’’

এর পর হাই কোর্ট দায়ী করে নীল ছবির রমরমাকে। আদালতের পর্যবেক্ষণ, ইন্টারনেটের যুগে অশ্লীল ছবি সহজলভ্য হয়ে উঠেছে। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুমন। শিশুদের ইন্টারনেটের সঠিক ব্যবহারের পাঠ দেওয়াও সমান জরুরি বলে মন্তব্য করে কেরল হাই কোর্ট।

Advertisement
আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.