ধর্ষণের মতো গুরুতর অভিযোগে এক বার মামলা রুজু হলে নির্যাতিতার অনুরোধেও পরে তা আর খারিজ করা হবে না। মামলা চলবে। একটি ঘটনার প্রেক্ষিতে এমনটাই জানাল কেরল হাই কোর্ট। আদালতের বক্তব্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারায় এক বার মামলা রুজু হলে অথবা, পকসো আইনে মামলা হলে পরে তা খারিজ করা হবে না। এমনকি, যিনি মামলা করেছেন, সেই নির্যাতিতা বা তাঁর পরিবারের লোকজন চাইলেও মামলা তুলে নিতে পারবেন না। গুরুতর অপরাধের ক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য, জানিয়েছে আদালত।
কয়েক বছর আগে নিজের নাচের শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন মামলাকারী। সে সময়ে তিনি নাবালিকা ছিলেন। অভিযোগ, ২০১৫ সালে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল নাচের শিক্ষকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন শিক্ষক, সে কথাও তিনি পুলিশকে জানান। পরে অন্য এক জনকে বিয়ে করেন শিক্ষক। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও কিশোরী হেনস্থার অভিযোগ এনেছিল।
আরও পড়ুন:
নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে পুলিশ মামলা রুজু করেছিল। ২০২০ সালে এই মামলায় ভিন্ন বয়ান দেন মামলাকারী তরুণী। তিনি জানান, নাচের শিক্ষক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি তুলে নিতে চান। তরুণীর মা-ও একই ইচ্ছাপ্রকাশ করেন। ম্যাজিস্ট্রেটের কাছে তাঁদের এই বয়ান নথিভুক্ত হয়। পরে কেরল হাই কোর্টে ওঠে মামলা।
হাই কোর্টের পর্যবেক্ষণ, পকসো আইনে প্রাথমিক ভাবে যদি মামলা হয় বা ভারতীয় দণ্ডবিধির ধর্ষণের ধারায় যদি মামলা রুজু করা হয়, তবে তা খারিজ করা যাবে না। এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। মামলাকারী চাইলেও পরে তা খারিজ হবে না। ট্রায়াল কোর্টে এই মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে বিচারপ্রক্রিয়া।