তিন দিনের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কেজে আলফোনস। গোমাংস নিয়ে তাঁর মতামত পুরোপুরি বদলে ফেললেন।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বৃহস্পতিবার বিদেশি পর্যটকদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘গোমাংস খেতে চাইলে ওঁরা নিজেদের দেশে তা খেতে পারেন। তার পর ওঁরা ভারতে আসুন।’’ যদিও দিনতিনেক আগেই আলফোনস বলেছিলেন, ‘‘কেরল ও গোয়ায় গোমাংস খাওয়া যাবে। এই দুই রাজ্যে কোনও খাদ্যবিধি নেই পর্যটকদের জন্য।’’
আরও পড়ুন- স্কুলের শৌচালয়ে ক্লাস টু’র ছাত্রের গলাকাটা দেহ
আরও পড়ুন- সূর্য থেকে ঝাঁকে ঝাঁকে গোলা ধেয়ে আসছে পৃথিবীর দিকে
ভূবনেশ্বরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্সের সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী।
রবিবারের রদবদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার পরপরই গত সোমবার আলফোনস বলেছিলেন, ‘‘আমি মনে করি না বিজেপি’র কোনও নির্দিষ্ট খাদ্যবিধি রয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, গোয়ায় গোমাংস খাওয়ার চলটাই বেশি। তাই গোয়ায় গোমাংস বন্ধ হবে না। কেরলও তাই। সে জন্য গোমাংস বন্ধ হবে না কেরলেও। কে কোন রাজ্যে কী খাবেন, তা নিয়ে বিজেপি’র কোনও সমস্যা নেই।’’
ঘটনা হল, ভারতে এলে বিদেশি পর্যটকরা সবচেয়ে বেশি যান যে দুই রাজ্যে তার একটি গোয়া। অন্যটি কেরল।
বৃহস্পতিবার অবশ্য সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বলেন, ‘‘আমি খাদ্যমন্ত্রী নই। পর্যটন মন্ত্রী।’’