বেঙ্গালুরুর ভাঙা রাস্তা আর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে বৈঠকে বসলেন শিল্প সংস্থা বায়োকনের চেয়ারপার্সন কিরণ মজুমদার শ। বেঙ্গালুরুর পরিকাঠামো উন্নয়নের বিষয়ে তাঁদের এই আলোচনাকে বিরোধ মেটানোর চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। সূত্রের দাবি, কর্নাটক সরকারের তরফে কিরণকে আজ আশ্বাস দেওয়া হয়েছে, পরিকাঠামোর বেহাল অবস্থা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে সিদ্দারামাইয়া মোদী সরকারকে নিশানা করে অভিযোগ করেছেন, পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনও টাকাই দিচ্ছে না।
সম্প্রতি কিরণ এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে একজন বিদেশি শিল্পপতি বেঙ্গালুরুর বেহাল রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্কটের কথা তুলে ধরে প্রশ্ন তুলেছিলেন, সরকার বিনিয়োগের বিষয়ে আদৌ দায়বদ্ধ কিনা। কিরণ ওই পোস্ট শেয়ার করার সময় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিরণের সেই পোস্ট জনসাধারণের ব্যাপক সমর্থন পেলেও শিবকুমার পাল্টা অভিযোগ করেছিলেন, এর ফলেরাজ্য তথা দেশের ভাবমূর্তি নষ্টহয়েছে। বেঙ্গালুরুর পরিকাঠামো উন্নতির চেষ্টা সবাই মিলে করতে হবে বলেও মতপ্রকাশ করেছিলেন উপমুখ্যমন্ত্রী। কংগ্রেসের তরফেও কিরণকে নিশানা করে বলা হয়, বিজেপি জমানায় মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
এই প্রেক্ষাপটেই কিরণ আজ দীপাবলির শুভেচ্ছা জানাতেএবং পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ করতে সিদ্দারামাইয়া, শিবকুমার ও রাজ্যের শিল্পমন্ত্রী এমবি পাটিলের সঙ্গে দেখা করেন। পরে পাটিল সাংবাদিকদের বলেন, ‘‘আমরা কাজ করছি। ফলে বিতর্কের কোনও অবকাশ নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)