Advertisement
০৪ অক্টোবর ২০২৪
National News

বাংলার জন্য ত্রিপুরাকে বলি! দাবি প্রদ্যোতের

প্রদ্যোতের দাবি তাঁর সংগঠন ও এ দিনের কর্মসূচি— দুই-ই অরাজনৈতিক।

তিপ্রা-র আহ্বায়ক প্রদ্যোতকিশোর দেববর্মণ। ছবি: সংগৃহীত।

তিপ্রা-র আহ্বায়ক প্রদ্যোতকিশোর দেববর্মণ। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০১:৫১
Share: Save:

পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে জিততে ত্রিপুরাকে বলি করা হয়েছে— সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ-র বিরোধিতায় এই ভাবেই বিজেপি এবং কেন্দ্রের সমালোচনা করলেন নবগঠিত সংগঠন তিপ্রা-র আহ্বায়ক প্রদ্যোতকিশোর দেববর্মণ। তিপ্রা-র এক সভায় তিনি বলেন, ‘‘ত্রিপুরা অনেক বোঝা বইছে। নতুন বোঝা কাঁধে নেব না। বিজেপির ভোটব্যাঙ্ক বাড়াতে ওই আইন ত্রিপুরায় কার্যকর হতে দেব না।’’

প্রদ্যোতের দাবি তাঁর সংগঠন ও এ দিনের কর্মসূচি— দুই-ই অরাজনৈতিক। তবে রাজনৈতিক নেতাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এই সভায় শাসক জোটের শরিক আইপিএফটিও অংশ নেয়। হাজির ছিলেন তাদের বিধায়ক বৃষকেতু দেববর্মা। প্রদ্যোতের কথায়, ‘‘বাঙালি আমাদের শত্রু নয়। শত্রু ওই নেতারা, যাঁরা দিল্লি গিয়ে রাজনীতির স্বার্থে আমাদের বিক্রি করে দিয়েছেন। আমিও হিন্দু। কিন্তু তার আগে আমি তিপ্রাসা। ত্রিপুরায় জনজাতি অংশের সকলকে একজোট হতে হবে। নয়তো নেতারা ছড়ি ঘোরাবেন। মিজোরাম, নাগাল্যান্ডে নেতারা ভূমিপুত্রদের কথা শোনেন। ত্রিপুরায় নেতাদের কথা আমাদের শুনতে হচ্ছে।’’

আরও পড়ুন: সিএএ-এনআরসি প্রত্যাখ্যান করায় রাহুল-প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানালেন প্রশান্ত কিশোর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pradyot Deb Barman CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE