শীতের রাজধানীতে বেমক্কা গরম। পারদ চড়ছে রাজনীতিতেও।
বছর শেষে উৎসবের দিল্লিতে রোজ নতুন নাটক। ক্রিকেট দুর্নীতিতে কাদা ছোড়াছুড়ি থেকে যৌনতা — সামিল সবই। আর তাতে আজকের সংযোজন, অরুণ জেটলির বিরুদ্ধে টিম-কেজরীবালের নয়া হামলা। মাঝে কিছু দিন চুপ থাকার পরে ময়দানে বিজেপির সাসপেন্ড হওয়া সাংসদ কীর্তি আজাদও। জেটলির পাশাপাশি আজ বিসিসিআই সেক্রেটারি সাংসদ অনুরাগ ঠাকুর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ফারুক আবদুল্লা, রাজীব শুক্ল, প্রফুল্ল পটেলের মতো পাঁচ শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধেও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।
গত কালই ডিডিসিএ কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কেজরীবাল। বলেছিলেন, ছেলেকে খেলানোর জন্য মাকে যৌন প্রস্তাব দিয়েছিলেন সেই কর্তা।
কীর্তি আজাদ আজ সাংবাদিক সম্মেলন করে সেই অভিযোগ যথার্থ বলেই জানিয়েছেন। আরও এক ধাপ এগিয়ে সংস্থাটির বিরুদ্ধে ক্রিকেটার নির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগও এনেছেন তিনি।