নয়া নজির গড়ে পথ চলা শুরু করল কোচি মেট্রো। দেশের মধ্যে এই প্রথম কোনও মেট্রোতে ব্যবহার করা হবে সৌর বিদ্যুৎ। কর্মী হিসাবে কোনও মেট্রোতে এই প্রথম নিয়োগ করা হল রূপান্তরকামীদের। পাশাপাশি, দশটি দ্বীপকে জুড়ে ফেলা এই মেট্রোতে ‘ওয়াই ফাই’ পরিষেবা পাওয়া যাবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই নতুন মেট্রোর কয়েকটা বৈশিষ্ট্য—
১) দেশের মধ্যে প্রথম চালু হল ‘ওয়াটার মেট্রো’। গত বছর কোচিতে ওয়াটার প্রকল্প চালু হয়েছিল। এ বার সেই জল-পরিষেবার মধ্যে যোগসূত্র স্থাপন করল মেট্রো। মেট্রো প্রকল্প দশটি দ্বীপকে জুড়ল।
আরও পড়ুন: বিতর্ক সরিয়ে কেরলে মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রীর পাশে ই শ্রীধরণ
২) মেট্রোতে ব্যবহার করা হবে সৌর বিদ্যুৎ। ট্রেন চলাচল করতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হবে, তার ২৫ শতাংশ আসবে সৌর শক্তি থেকে।
৩) কোচি মেট্রোতে কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে ২৫ জন রূপান্তরকামী। এর আগে দেশের কোনও মেট্রোতে কর্মী হিসাবে রূপান্তরকামীদের নিয়োগ করা হয়নি। পাশাপাশি ১ হাজার মহিলা কর্মী নিয়োগ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
৪) কেন্দ্রীয় সরকার এই মেট্রো প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা অনুদান দেয়।