শুধু বাইক আর বাস নয়, অন্ধ্রপ্রদেশের কুর্নুলের দুর্ঘটনায় কি জড়িয়ে তৃতীয় কোনও গাড়ি? পুলিশের অনুমান তেমনই। দুর্ঘটনাস্থলে চাকার দাগ থেকে এমন সন্দেহ হয়েছে তদন্তকারীদের।
২৪ অক্টোবর ভোরে বেঙ্গালুরগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাইকের সঙ্গে ধাক্কায় আগুন জ্বলে যায় ওই বাসে। আগুন লাগার পর বাসে শর্ট সার্কিট হয়। তার জেরে বাসের স্বয়ংক্রিয় দরজাটি কাজ করা বন্ধ করে দেয়। বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে অনেকে দরজা খুলে বেরোনোর চেষ্টা করলেও পারেননি। কেউ কেউ মরিয়া হয়ে জানলা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন। বাকিরা আগুনে ঝলসে যান। মৃত্যু হয় বাসে থাকা ১৯ জন যাত্রীর। সেই ঘটনার তদন্তে পুলিশের সামনে আসে নয়া তথ্য।
পুলিশ সূত্রে খবর, ধাক্কা লাগার পরে বাইকটি কিছুটা এগিয়ে গিয়েছিল, চাকার চিহ্ন থেকে তা স্পষ্ট। কুর্নুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘‘বাইকটির চাকার বিভিন্ন দাগ বিশ্লেষণ করে মনে হয়, বাসটির আগে অন্য কোনও গাড়ি সেটিকে ধাক্কা মেরেছিল।’’ পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে।
আরও পড়ুন:
তদন্তে নেমে পুলিশ আগেই জানিয়েছিল বাইকআরোহী দু’জন মত্ত ছিলেন। কুর্নুল পুলিশের ডিআইজি জানিয়েছেন, ২৩ অক্টোবর রাতে একটি ধাবায় পানাহার করেন বাইকে সওয়ার স্বামী এবং শঙ্কর। স্বামী এখন পুলিশের হেফাজতে। জেরায় তিনি এই বিষয়টি জানিয়েছেন পুলিশকে। দুর্ঘটনায় মৃত্যু হয় শঙ্করের। অন্য দিকে, বাসের চালক মিরিয়ালা লখমাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।