Advertisement
২১ মে ২০২৪

মোদী হটানোর ডাক, ধর্না লালুর

কেন্দ্রের নোট বাতিলের বিরুদ্ধে পটনার গর্দনিবাগে মাসখানেক আগে ধর্না দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গর্দনিবাগ থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিলেন লালুপ্রসাদ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ০৩:১৩
Share: Save:

কেন্দ্রের নোট বাতিলের বিরুদ্ধে পটনার গর্দনিবাগে মাসখানেক আগে ধর্না দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গর্দনিবাগ থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিলেন লালুপ্রসাদ। প্রায় মাস চারেক বাদে কোনও জনসভায় হাজির হলেন আরজেডি সভাপতি। এ দিন সভা থেকে লালুপ্রসাদ স্লোগান দেন, ‘‘মোদী হটাও, দেশ বাঁচাও।’’ লালুর বক্তব্য, ‘‘নোট বাতিলের জেরে পুরো দেশ হয়রানির শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সঙ্গে প্রতারণা করেছেন। কৃষক এবং শ্রমিক বিরোধী কাজ করেছে কেন্দ্র।’’

নোট বাতিলের বিরুদ্ধে রাজ্যের প্রতিটি জেলা সদরে আজ ধর্না কর্মসূচি নিয়েছে আরজেডি। বিহারের মহাজোটে কোনও ফাটল ধরেনি বলেও দাবি করেন আরজেডি প্রধান।

লালুপ্রসাদের দাবি, ভিন রাজ্যে কর্মরত বিহারি শ্রমিকদের বড় অংশ কাজের অভাবে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে রাজ্যেও মানুষ কাজ হারাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ‘সহারা ডায়েরি’ নিয়েও তদন্তের দাবি করেছেন লালুপ্রসাদ। তবে চার মাস পরে লালুপ্রসাদ প্রকাশ্য সভা করলেও আশানুরূপ ভিড় জোটাতে পারেননি তাঁর দলের নেতা-কর্মীরা। তা নিয়ে দলীয় নেতাদের কাছে নিজের ক্ষোভ গোপন
করেননি তিনি।

এ দিন মহাজোটের ঐক্য নিয়েও মুখ খোলেন লালু। বেশ কিছু দিন ধরেই পটনায় মহাজোটের ফাটল নিয়ে আলোচনা চলেছে। এমনকী লালুপ্রসাদের ধর্নার প্রতি মহাজোটের অন্য দুই দল জেডিইউ এবং কংগ্রেসের সমর্থন নেই বলেও খবর রয়েছে। সে খবর উড়িয়ে দিয়ে লালুর দাবি, ‘‘মহাজোটে কোনও ফাটল নেই। নীতীশ এবং কংগ্রেসের আমার ধর্নার প্রতি সমর্থন রয়েছে।’’ লালুপ্রসাদকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি। তাঁর দাবি, ‘‘বিরোধীরা এমন খবর বাজারে রটাচ্ছেন। আরজেডির রাজ্য জুড়ে চলা ধর্নাতে আমাদের সমর্থন রয়েছে।’’ জেডিইউয়ের তরফে অবশ্য এ নিয়ে কেউ কিছু বলতে চাননি।

বিজেপি অবশ্য লালুপ্রসাদের ধর্নাকে ‘সুপার ফ্লপ’ বলে উল্লেখ করেছে। দলের রাজ্য সভাপতি নিত্যানন্দ রায় বলেন, ‘‘লালুপ্রসাদের ধর্না সুপার ফ্লপ হয়েছে। তাঁর দলের কর্মী-সমর্থকরাই সেখানে হাজির হননি। নোট বাতিল নিয়ে দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন।’’ লালুপ্রসাদের সঙ্গে এ দিন মঞ্চে হাজির ছিলেন সমরস সমাজ পার্টির সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাগমণি। নোট বাতিল নিয়ে রাজ্য জুড়ে আরজেডির সঙ্গে যৌথ ভাবে আন্দোলন করবে নাগমণির দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE