Advertisement
E-Paper

বিহারে আরএসএসের পাল্টা ডিএসএস বানালেন লালুর বড়ছেলে

আরএসএস-কে রুখবে ডিএসএস! পুরো কথায় ধর্মনিরপেক্ষ সেবক সঙ্ঘ। আজ পটনায় লালুপ্রসাদের বড়ছেলে তথা বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব নিজের অনুগামীদের নিয়ে তৈরি করলেন এই সংগঠন। সারা শহর জুড়ে আজ রথযাত্রা করেন তিনি। রথযাত্রা শেষ হলে তেজপ্রতাপ বলেন, "আমাদের আসল লক্ষ্য হল বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা।"

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৮:৪৩
ডিএসএস বানালেন লালুর বড়ছেলে। নিজস্ব চিত্র

ডিএসএস বানালেন লালুর বড়ছেলে। নিজস্ব চিত্র

আরএসএস-কে রুখবে ডিএসএস! পুরো কথায় ধর্মনিরপেক্ষ সেবক সঙ্ঘ। আজ পটনায় লালুপ্রসাদের বড়ছেলে তথা বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব নিজের অনুগামীদের নিয়ে তৈরি করলেন এই সংগঠন। সারা শহর জুড়ে আজ রথযাত্রা করেন তিনি। রথযাত্রা শেষ হলে তেজপ্রতাপ বলেন, "আমাদের আসল লক্ষ্য হল বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা।"

এ দিন সকাল থেকেই তেজপ্রতাপের সরকারি বাসভবনে ছিল সাজসাজ রব। রথে চেপে শহরে ঘোরেন তেজপ্রতাপ। তাঁর সঙ্গে ছিল অনুগামীদের মোটর বাইক আর গাড়ির কনভয়। তেজপ্রতাপ জানিয়ে দেন, "আমাদের সংগঠন ধর্মনিরপেক্ষ সংগঠন। সব ধর্মের লোক এতে থাকবে। আরএসএস ধার্মিক কট্টরতাকে বাড়াচ্ছে। দেশ এবং সমাজকে ভেঙে দেওয়ার কাজ করছে। আমরা তা করতে দেব না"

শুধু বিহারে নয়, রাষ্ট্রীয় স্তরেও সংগঠন তৈরি করবে ডিএসএস। কোথায় কোথায় কেমন ভাবে সংগঠনের কাজ হবে জানাতে তেজপ্রতাপ বলেন, "পিকচার আভি শুরু হুয়া মেরে দোস্ত। দেখতে থাকুন বুঝতে পারবেন।" দিন কয়েক আগে রাজ্যের অন্যতম বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর সঙ্গে বাকযুদ্ধে নামেন তেজপ্রতাপ। সে সময়ে সুশীল মোদী তাঁকে এক বছর আরএসএস শাখাতে এবং সঙ্গে থাকার পরামর্শ দেন। এর পরেই নিজের সংগঠন ডিএসএস তৈরির কথা ঘোষণা করেন তেজপ্রতাপ।

ডিএসএস তৈরির কথা ঘোষণা করেন তেজপ্রতাপ। নিজস্ব চিত্র

সূত্রের খবর, এমনিতে তেজপ্রতাপ নিরামিষ খান। মুখ্যমন্ত্রী নীতীশের নৈশভোজে তাঁর সঙ্গে দেখা হয় সুশীল মোদীর। সেখানেও সুশীল তাঁকে বলেন, "তুমি আমাদের দিকে চলে এসে।" নিজেদের দিকে বলতে আরএসএসে যোগ দিতে বলেছিলেন বলেই মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ পর্ব উপলক্ষ্যে বিহারে এসে তেজপ্রতাপের 'কানাইয়া' সাজার প্রশংসা করেন। পিঠ চাপড়ে সাবাশিও দেন। এ সবই উৎসাহ বাড়িয়েছে বিহারের স্বাস্থ্যমন্ত্রীর। আর সেই উৎসাহেই খুলে ফেলেছেন ধর্মনিরপেক্ষ সেবক সঙ্ঘ।

সম্প্রতি বিহারের বাংলা সীমান্ত লাগোয়া চারটি জেলা পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া ও কিষাণগঞ্জে সংগঠন খোলার কথা জানিয়ে দেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হিন্দু যুবা বাহিনী। গোটা বিহারে এক বছরে সেই সংগঠন ছড়িয়ে দেওয়া হবে বলেও দাবি করা হয়। তার প্রেক্ষিতে লালুপ্রসাদের বড়ছেলে তেজপ্রতাপের ডিএসএস রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা দেবে। শুধু বাইরেই নয়, পরিবারের ভিতরেও লালুপ্রসাদের যোগ্য উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে এই সংগঠন সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের।

Tej Pratap Yadav Lalu Prasad Yadav DSS RSS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy