Advertisement
E-Paper

দু’দিনের মধ্যেই ফের বদলি হল লিটন হালদারের! অনুব্রতের অডিয়ো ফাঁস-কাণ্ডের আইসি জলপাইগুড়ি থেকে বারুইপুরে

গত মে মাসে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে (ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম করে এক জনকে বোলপুর থানার তৎকালীন আইসি লিটন হালদারকে ফোন করে হুমকি দিতে শোনা গিয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৭:২৮
Liton Halder former IC of Bolpur Police Station who allegedly misbehaved by TMC Leader Anubrata Mondal, transferred again

(বাঁ দিকে) বোলপুর থানার প্রাক্তন আইসি লিটন হালদার, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (ডান দিকে)। —ফাইল চিত্র।

৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার বদলি হল অনুব্রত মণ্ডলের ‘অডিয়ো ফাঁস’-কাণ্ডে নাম উঠে আসা বোলপুর থানার প্রাক্তন আইসি লিটন হালদারের! বুধবার তাঁকে জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিআইবি)-র ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছিল।

কিন্তু শুক্রবার বদলির সেই নির্দেশ পরিবর্তন করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কোর্ট ইনস্পেক্টর হিসেবে পাঠানো হয়েছে লিটনকে। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করেছেন। তাতে লিটন-সহ ১১ জন পুলিশ ইনস্পেক্টরের নাম রয়েছে। লিটনের নামের পাশে লেখা, ‘জলপাইগুড়ির ডিআইবি ইনস্পেক্টর পদে বদলির পূর্বতন নির্দেশ প্রত্যাহার করে বারুইপুরের কোর্ট ইনস্পেক্টর পদে বদলি করা হল’।

প্রসঙ্গত, গত মে মাসে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে (ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতের নাম করে এক জনকে বোলপুর থানার তৎকালীন আইসি লিটনকে ফোন করে হুমকি দিতে শোনা যায়। সেখানে শোনা যায়, লিটনের উদ্দেশে গালিগালাজ করা হচ্ছে। বাদ দেওয়া হয়নি তাঁর স্ত্রী এবং মা-কেও। যদিও ভাইরাল হওয়া অডিয়ো প্রসঙ্গে আনন্দবাজার ডট কম অনুব্রতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন, ওই কণ্ঠস্বর তাঁর নয়। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি দাবি করেন যে, এক বার তিনি আইসি-কে ফোন করেছিলেন। কিন্তু তাঁকে অপমান করে ফোন রেখে দিয়েছিলেন আইসি। যদিও অনুব্রতের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন লিটন।

Anubrata Mondal transferred
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy