Advertisement
E-Paper

বিএসএফের অতিরিক্ত দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস প্রবীণ, থাকবেন আইটিবিপির ডিজি পদেও

১৯৯৩ ব্যাচের আইপিএস প্রবীণ বিএসএফের ডিজি পদে উত্তরপ্রদেশে ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস দলজিৎ সিংহ চৌধরির স্থলাভিষিক্ত হচ্ছেন। সেই সঙ্গে আইটিবিপি-র ডিজির দায়িত্বও পালন করবেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৪:৪৭
Union Home Ministry gives additional charge of DG BSF to DG ITBP Praveen Kumar, an IPS from West Bengal cadre

বিএসএফের ডিজি হলেন প্রবীণ কুমার। —ফাইল চিত্র।

সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নতুন ডিজি হচ্ছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ কুমার। বর্তমানে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ডিজি পদে থাকা প্রবীণকে বিএসএফের অতিরিক্ত দায়িত্ব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

১৯৯৩ ব্যাচের আইপিএস প্রবীণ বিএসএফের ডিজি পদে উত্তরপ্রদেশে ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস দলজিৎ সিংহ চৌধরির স্থলাভিষিক্ত হচ্ছেন। দলজিৎ আগামী ৩০ নভেম্বর অবসর নেবেন। সে দিনই প্রবীণ তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন।

এর আগে গত ১ অক্টোবর প্রবীণকে আইটিবিপি-র ডিজির দায়িত্ব দিয়েছিল অমিত শাহের মন্ত্রক। আইটিবিপির ডিজি পদে যোগদানের আগে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি)-স্পেশাল ডিজি পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি পুলিশ পদক, সুরক্ষা সেবা পদক-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।

West Bengal Cadre DG ITBP Praveen Kumar BSF MHA IPS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy