আকাশে হাওয়া খেতে খেতে বন্যা দেখে চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা দুর্গত মানুষদের দুর্দশার কথা উনি আকাশ থেকে কী বুঝবেন? রাঁচীর সিবিআই আদালতে পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় হাজিরা দিয়ে রাঁচীর রাজ্য অতিথিশালায় ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবেই বিঁধলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।
আরও পড়ুন- আদালতে হাজির হবেন, জানালেন রাম রহিম, তবে উত্তাপ বাড়ছে চণ্ডীগড়ে
গতকালই তিনি রাঁচী এসেছেন। আজ সকাল সাড়ে বারোটা নাগাদ সিবিআই আদালতে হাজিরা দেওয়ার পর অতিথিশালায় ফিরে লালু বলেন, ‘‘আগামী ২৭ তারিখ পটনাতে আমার মহার্যালি। তার আগের দিন প্রধানমন্ত্রী বিহারে আসছেন বন্যা দেখতে। যতই আমার র্যালি বানচাল করার পরিকল্পনা করুন না কেন, বিহারের সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন। এই র্যালি থেকেই শুরু হবে বিজেপি হটাও দেশ বাঁচাও আন্দোলন।’’