Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের ধস হাফলঙে

বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক ও হাফলং-গুয়াহাটি রাস্তা। গত রাত থেকে বৃষ্টিতে হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা ও এনলেইকুলে ধস নামে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২৬
Share: Save:

বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হল হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক ও হাফলং-গুয়াহাটি রাস্তা।

গত রাত থেকে বৃষ্টিতে হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা ও এনলেইকুলে ধস নামে। জাটিঙ্গার কাছে পাহাড়ি ধস রাস্তায় নেমে আসে। একটি ডাম্পার মাটিতে চাপা পড়ে। তবে চালক অক্ষত রয়েছেন। ধস নামতে দেখে চালক গাড়ি থেকে বাইরে লাফ দেন। লামডিং-হাফলং, মাইবাং-হাফলং সড়কে ধস নেমেছিল আগেই। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরানোর কাজ শুরু করলেও রাস্তায় যানচলাচল শুরু হয়নি। হাফলং-গুয়াহাটি সড়কে ছনটিলা ও দিয়ং নদীর কাছেও ধস নেমেছে। পূর্ত বিভাগ আজ সকালে ধস কিছুটা সরানোয় ছোট গাড়ি চলাচল শুরু হয়েছে। গত এক মাস ধরে ধস নেমে বন্ধ রয়েছে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে এক সপ্তাহ ধরে লামডিং-শিলচর ব্রডগেজ লাইনেও ট্রেন পরিষেবা বন্ধ। উত্তর-পূর্ব সীমান্ত রেল আগামী কাল পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বাতিল করেছে। রেল সূত্রে খবর, শিলচর-হাফলঙের মধ্যে ধস সরানোর কাজ শেষ হয়েছে। এ দিন সকালে রেলকর্তারা ওই অংশে লাইন পরীক্ষা করেন। গত রাতেও কয়েক জায়গায় ধস নামে। তবে রেলকর্মীরা তা সরিয়ে ফেলেছেন। রেল সূত্রে খবর, আবহাওয়া ঠিক থাকলে মঙ্গলবার থেকে শিলচর-হাফলঙের মধ্যে একটি যাত্রীট্রেন চলাচল করতে পারে। শিলচর-গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল শুরু হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। কারন মাইগ্রেনডিসা-মাহুরের মধ্যে ৮ নম্বর সুড়ঙ্গের কাছে ধস নেমে লাইনের ক্ষতি হয়েছে। তা সারাই করতে ৩-৪ দিন সময় লাগবে।

খংসাই, ডিগরিক, দিবারাই, মহাদেব টিলা, ডিমালিক রাজি, নতুন বস্তি এলাকায় ধস নেমেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haflong Landslide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE