টানা ঝড়বৃষ্টিতে ধস নেমেছে অরুণাচল প্রদেশে। তার জেরেই একটি গাড়ি পড়ল খাদে। প্রাণ হারালেন সওয়ার সাত জনই। নিহতদের মধ্যে রয়েছে চার শিশু এবং এক অন্তঃসত্ত্বা। শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের বানা-সেপ্পা রোডে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাড়িতে ছিল দু’টি পরিবার। শুক্রবার রাতে বানা এবং সেপ্পার মাঝে রাস্তায় ধস নামে। তখনই গাড়িটি খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সঞ্জু বাদি (৩২), তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের দুই সন্তান কাচুং বাদি (৫), নিচা বাদি (২)। বাদি পরিবারের চার জনের সঙ্গে মৃত্যু হয়েছে ইয়ামে পরিবারের অন্তঃসত্ত্বা বধূ এবং তাঁর দুই সন্তানের।
আরও পড়ুন:
খাদে পড়ে যাওয়া গাড়িটির পিছনে আসছিল আরও একটি বড় গাড়ি। সেটি কোনও মতে খাদের কিনারায় এসে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। তার ফলে ওই গাড়িতে সওয়ার যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন।
অরুণাচলের বানা থেকে সেপ্পার মাঝে প্রায়ই ধস নামে। বিশেষত বর্ষার সময়ে। রাস্তাঘাটের অবস্থা নিয়ে প্রায়ই অভিযোগ করেন স্থানীয়েরা। তাঁদের আরও অভিযোগ, এই নিয়ে প্রশাসনকে জানিয়ে লাভ হয় না। উল্টে তাদের তরফে সঠিক সময়ে সতর্কও করা হয় না। সময়মতো সতর্ক করা হলে অনেকের প্রাণ বাঁচত বলে দাবি স্থানীয়দের। খাদ থেকে দেহ উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নেমেছে। তবে ক্রমাগত বৃষ্টির কারণে তাদের কাজ ব্যাহত হচ্ছে।