ধসে ফের বন্ধ হাফলং-লামডিং ৫৪ নম্বর জাতীয় সড়ক। গত রাতের বৃষ্টিতে জাটিঙ্গার কাছে ধস নামে। গত রাত থেকেই ওই রাস্তায় যানচলাচল বন্ধ হয়। পরে সেখানে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেন দুর্যোগ মোকাবিলা দফতরের অফিসার, কর্মীরা।
বৃষ্টিতে মাঝেমধ্যেই হাফলং-লামডিং ইস্ট-ওয়েস্ট করিডরের ৪-লেন রাস্তায় পাহাড় থেকে পাথর, মাটি নেমে আসায় রাস্তার অবস্থা শোচনীয়। বার বার রাস্তা বন্ধ হওয়ায় সমস্যায় সাধারণ মানুষ।
গুয়াহাটি-শিলচরের মধ্যে ব্রডগেজে সরাসরি রেল পরিষেবাও বন্ধ। গুয়াহাটি-মাহুর ও শিলচর-নিউহাফলঙের মধ্যে একটি বিশেষ যাত্রী ট্রেন চলাচল করছে। মাহুর-নিউহাফলংয়ের মধ্যে ট্রেনযাত্রীরা যাতায়াত করছেন ওই জাতীয় সড়ক দিয়েই। রাজ্য সরকার ট্রেনযাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করেছে। কিন্তু এ দিন জাটিঙ্গাতে ধস নামায় ট্রেনযাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। নিউহাফলং পৌঁছে শিলচরের ট্রেন ধরতে হিমশিম হন তাঁরা।
দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা জাটিঙ্গায় ওই রাস্তা থেকে কিছুটা ধস সরিয়েছেন। ওই রাস্তা দিয়ে কয়েক জন যাত্রী হেঁটে ধসের অন্য দিকে যান। সেখানে গাড়ি বদল করে মাহুর বা নিউহাফলং স্টেশনের দিকে রওনা দেন সকলে। জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বিভাগের অনুরোধে নিউহাফলং থেকে শিলচর ও মাহুর থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেন দু’টি ২ ঘণ্টা করে দেরিতে ছাড়া হয়।
ধসে ওই রাস্তার দু’পাশে শতাধিক গাড়ি আটকে যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ধস সারাইয়ের কাজ শুরু করা হলেও, এখনও তা শেষ হয়নি। মাঝেমধ্যেই পাহাড় থেকে পাথর, মাটি নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছে।