Advertisement
১৯ মে ২০২৪

করিমগঞ্জে ধৃত আইনজীবী

মক্কেলের জমি নিজের স্ত্রীর নামে লিখে নিয়েছিলেন এক আইনজীবী— এমনই অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জ জেলা বার সংস্থার সদস্য আব্দুল খালিককে গ্রেফতার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৩:৪৮
Share: Save:

মক্কেলের জমি নিজের স্ত্রীর নামে লিখে নিয়েছিলেন এক আইনজীবী— এমনই অভিযোগের ভিত্তিতে করিমগঞ্জ জেলা বার সংস্থার সদস্য আব্দুল খালিককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশের বক্তব্য, নজমুল ইসলাম চৌধুরী তাঁর আইনজীবী আব্দুল খালিকের বিরুদ্ধে জালিয়াতি-সহ কয়েকটি ধারায় অভিযোগ নথিভুক্ত করেছিলেন। নজমুলের অভিযোগ, শহরের পুরাতন স্টেশন রোড এলাকায় তাঁর একটি জমি ছিল। জায়গাটি বাচ্চু সিংহকে ভাড়া দিয়েছিলেন তিনি। কিন্তু ভাড়াটে ওই জমি ছাড়ছিলেন না। ২০০২ সালে এ নিয়ে মামলা রুজু করেন নজমুল। আব্দুল খালিককে তিনি আইনজীবী নিয়োদ করেন। আদালত ভাড়াটেকে ওই জমি থেকে উচ্ছেদ করার নির্দেশ দেয়। ২০১৪ সালে উচ্চ আদালত জমির মালিক হিসেবে নজমুলকেই সাব্যস্ত করে। অভিযোগ, ওই সময়ই আইনজীবী আব্দুল খালিক দাবি করেন, তাঁর স্ত্রী সালেহ খানম ২০০৬ সালে ওই জমি ক্রয় করেছেন। সেটি পাথারকান্দি থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল। এর পরই ওই আইনজীবীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নজমুল। তদন্তকারী বীরমঙ্গল সিংহ জানান, করিমগঞ্জে থাকা ওই জমি পাথারকান্দিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল। সেখানে অভিযুক্ত আইনজীবীর আত্মীয় সাব-রেজিস্ট্রার। ওই বিষয়ও দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lawyer arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE