তাঁর প্রেমিকের খুনের ঘটনায় বাবা-মাকে যেন না জড়ানো হয়। ক্রমাগত ‘কটাক্ষের শিকার’ হয়ে তরুণীর আর্জি, ‘‘আমার এবং কেভিনের সম্পর্কের বিষয়ে সত্যিটা কেউ জানেন না আপনারা। এ বিষয়ে দয়া করে কেউ মন্তব্য করবেন না। একমাত্র সত্যিটা আমিই জানি। আর জানত কেভিন। আমাদের বাবা-মায়েদের এই সম্পর্কে টেনে এনে আক্রমণ করবেন না। ওঁদের এ ভাবে শাস্তি দেবেন না। ওঁদের একা থাকতে দিন।’’
প্রসঙ্গত, তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা ওই তরুণীর প্রেমিক কেভিন সেলভাগণেশ খুন হয়েছেন সম্প্রতি। কেভিন দলিত সম্প্রদায়ের। আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। কেভিনের খুনের পর থেকে নানা ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তরুণী এবং তাঁর পরিবারকে, এমনই দাবি। এ বার সেই বিষয় নিয়েই শেষমেশ মুখ খুললেন তরুণী। তিনি বলেন, ‘‘অনেকেই আমাদের, আমাকে বলছেন, তাঁরা কী ভাবছেন, কী বলতে চাইছেন। কিন্তু কেউ এক বারও জিজ্ঞাসা করছেন না আমার মনের অবস্থা কী!’’
গত রবিবার কেভিনকে খুনের অভিযোগ ওঠে তরুণীর ভাইয়ের বিরুদ্ধে। কেভিন দলিত সম্প্রদায়ের হওয়ায় ‘সম্মানরক্ষার্থে’ খুন বলেও নানা সূত্রে দাবি ওঠে। এই ঘটনায় গ্রেফতার হন তরুণীর ভাই সুরজিৎ।