Advertisement
E-Paper

‘আজ বলতে হবে কে আপনাকে খুন করতে চাইছে’

অধিবেশন শুরু হতেই নোট বাতিল ইস্যুতে সরগরম সংসদ। অন্য সব কাজ মুলতুবি রেখে নোট সঙ্কট নিয়ে বিতর্ক শুরু হল সংসদে। রাজ্যসভায় বিতর্কের সূচনা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার দাবি, সংসদকে জানানো হোক, কারা প্রধানমন্ত্রীকে খুন করতে চাইছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ১৬:০৮
রাজ্যসভায় মোদীকে আক্রমণ কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার। ছবি: পিটিআই।

রাজ্যসভায় মোদীকে আক্রমণ কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার। ছবি: পিটিআই।

অধিবেশন শুরু হতেই নোট বাতিল ইস্যুতে সরগরম সংসদ। অন্য সব কাজ মুলতুবি রেখে নোট সঙ্কট নিয়ে বিতর্ক শুরু হল সংসদে। রাজ্যসভায় বিতর্কের সূচনা করে কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার দাবি, সংসদকে জানানো হোক, কারা প্রধানমন্ত্রীকে খুন করতে চাইছে। কালোটাকার কারবারিদের ঘুম উড়ে গিয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা গরিব মানুষকেই অপমান করেছেন, মন্তব্য কংগ্রেসের।

আনন্দ শর্মা এ দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আজ আপনাকে বলতে হবে, কে আপনাকে শাসাচ্ছে, কে আপনাকে খুন করতে চায়? সংসদকে জানান। আমরা এটা বরদাস্ত করতে পারব না। প্রধানমন্ত্রীর যদি প্রাণসংশয়ের পরিস্থিতি তৈরি হয়, তা হলে গোটা সংসদ তার নিন্দা করবে।’’

গত রবিবার নরেন্দ্র মোদী গোয়ায় এক ভাষণে বলেছিলেন, ‘‘আমি জানি, কাদের আমি শত্রু বানিয়ে ফেলেছি, তারা আমাকে হয়তো বাঁচতে দেবে না, তারা আমাকে হয়তো বরবাদ করে দেবে, কারণ আমি তাদের ৭০ বছরের লুঠতরাজকে শেষ করে দিয়েছি।’’ নাম না করে আসলে বিরোধী দলগুলিকেই যে মোদী এই খোঁচা দিয়েছেন, তা রাজনৈতিক শিবিরের কাছে স্পষ্টই ছিল।

প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে কটাক্ষ করেই অবশ্য ক্ষান্ত হননি আনন্দ শর্মা। মোদীকে তিনি সরাসরি আক্রমণও করেন। আনন্দ শর্মা বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর নিন্দা করছি। পাঁচ-ছয় দিন ধরে যে গরিব মানুষ ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন।’’ নোট বাতিলের পর কালোটাকার কারবারিদের ঘুম উড়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই সাধারণ মানুষের হয়রানির চিত্র তুলে ধরে আনন্দ শর্মার দাবি, মোদী আসলে গরিব মানুষকেই অপমান করেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে মমতা-ওমর-শিবসেনা-আপ, প্রণবের হস্তক্ষেপ দাবি

কংগ্রেস সাংসদ এ দিন আরও বলেন, ‘‘দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে কারও প্রশ্ন তোলার অধিকার নেই। কেউ প্রশ্ন তুললেই তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে।’’ নোট বাতিল হওয়ার ঠিক আগেই বিজেপির বিভিন্ন রাজ্য শাখা যে ভাবে ব্যাঙ্কে প্রচুর টাকা জমা করেছে, সে প্রসঙ্গ টেনেও এ দিন মোদীকে খোঁচা দিয়েছেন আনন্দ। তাঁর কথায়, ‘‘আপনি বললেন, বিষয়টি গোপন রাখা জরুরি ছিল, না হলে অপরাধীরা এবং সন্ত্রাসবাদীরা সব জেনে যেত।’’ কিন্তু বিষয়টি আদৌ গোপন থাকেনি বলে দাবি করে আনন্দ শর্মার মন্তব্য, ‘‘আপনি বেছে বেছে খবরটা ফাঁস করেছেন। বিজেপির বিভিন্ন ইউনিট নোট বাতিল হওয়ার ঠিক আগেই বিভিন্ন ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমা দিয়েছে।’’

Currency Crisis Debate in Pariament Anand Sharma Congress Attacks Mod
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy