Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাজ পড়ে বিহারে এক রাতেই মৃত ৫৬ জন

বাজ পড়ে অন্তত ৫৬ জনের প্রাণ গেল বিহারে। এর মধ্যে রাজধানী পটনাতেই প্রাণ হারিয়েছেন ৪ জন। মঙ্গলবার রাতভর ঝড়বৃষ্টিতে কমপক্ষে ২৪ জন আহতও হয়েছেন। এমনিতেই গত কয়েক দিন ধরে বিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুত্-সহ প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ২২:২৩
Share: Save:

বাজ পড়ে অন্তত ৫৬ জনের প্রাণ গেল বিহারে। এর মধ্যে রাজধানী পটনাতেই প্রাণ হারিয়েছেন ৪ জন। মঙ্গলবার রাতভর ঝড়বৃষ্টিতে কমপক্ষে ২৪ জন আহতও হয়েছেন।

এমনিতেই গত কয়েক দিন ধরে বিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুত্-সহ প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিস্থিতির মোকাবিলায় বুধবার তিনি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এ দিন রাজ্যের বিপর্যয় মোকবিলা দফতরের তরফে জানানো হয়, শুধু রোহতাক জেলাতেই বজ্রপাতে পাঁচ জন মারা গিয়েছেন ৷ পটনা, ঔরঙ্গাবাদ, নালন্দা এবং পূর্ণিয়া জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে৷ এ ছাড়া বক্সার, সারন, কইমুর, সহর্ষ, ভোজপুর, সমস্তিপুর, ভাগলপুর, মাধিপুরা এবং কাটিহারেও বেশ কয়েক জন করে মারা গিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে৷ মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷

বাজ পড়ে বহু গবাদি পশুও মারা গিয়েছে৷ তবে, বাজ পড়ে একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে খুব বেশি দেখেনি বিহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

patna death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE