Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nirbhaya

লাইভ: প্রহর গোনা শুরু, নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি একটু পরেই

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে, দিল্লির রাস্তায় চলন্ত বাসে চরম নির্যাতনের শিকার হন নির্ভয়া। মারা যান ১৩ দিন পর।

শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ০৪:০৮
Share: Save:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শুক্রবার ভোর ৫.৩০টায় ফাঁসি হতে যাচ্ছে নির্ভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত চার সাবালক আসামির। ফাঁসি হবে দিল্লির তিহাড় জেলে। মৃত্যুদণ্ড আটকাতে বা পিছিয়ে দিতে সোমবার পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা। তবে সব আবেদনই খারিজ হয়ে গিয়েছে। ফাঁসির সময়ের পৌনে দু’ঘন্টা আগে অবধি সুপ্রিম কোর্টে চলেছিল শুনানি। ৩.৪৫ নাগাদ তার রায় জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বহাল থাকে ফাঁসির সাজা।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে, দিল্লির রাস্তায় চলন্ত বাসে চরম শারীরিক নির্যাতনের শিকার হন নির্ভয়া। ধর্ষণ করেই থামেনি অপরাধীরা, যৌন নির্যাতনের পর শরীরে রড ঢুকিয়ে খুনের চেষ্টা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন নির্ভয়ার বন্ধুও।

ঘটনার ১৩ দিন পর মারা যান নির্ভয়া। এক বছরের মধ্যেই অভিযুক্ত ছ’জনকে দোষী সাব্যস্ত করে দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত। এদের মধ্যে একজন আগেই আত্মহত্যা করে তিহাড় জেলে। একজন নাবালক অপরাধীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি চার জনের ফাঁসির নির্দেশ দেয় আদালত।

তার পর ছ’বছর ধরে ফাঁসি নিয়ে দফায় দফায় আইনি লড়াই, টানাপড়েন চলেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও হয়েছে। শেষ পর্যন্ত সব আবেদন খারিজ হয়েছে। ফাঁসি হতে চলেছে চার সাবালক অপরাধী মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE