Advertisement
E-Paper

অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের সফল পরীক্ষা, মহাকাশে ভারত এখন মহাশক্তি, বললেন মোদী

বুধবার নরেন্দ্র মোদী জানান, মহাকাশে অন্যতম শক্তিশালী দেশ হিসাবে আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে চতুর্থ দেশ হিসাবে আজ আত্মপ্রকাশ করেছে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১২:০১
জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হল অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল। আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই গৌরব অর্জন করল ভারত। এর ফলে মহাকাশে মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। লোকসভা নির্বাচনের আগে বুধবার জাতির উদ্দেশে এক বার্তায় এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এ দিন মোদী জানান, কিছু ক্ষণ আগেই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও)-এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়েছে। মিশন শক্তি নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি।

এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইট করে জানান, দেশবাসীর উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দিতে ভাষণ দেবেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে তিনি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। তবে প্রায় আধ ঘণ্টা দেরি করে নিজের ভাষণ শুরু করেন মোদী।

ভারতের অস্ত্রভাণ্ডারে আর কী কী অস্ত্র আছে জানেন কি?

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: কী এই অ্যান্টি স্যাটেলাইট মিসাইল? দেশের সুরক্ষায় কেন এটা গুরুত্বপূর্ণ?

বেলা সাড়ে ১২টা নাগাদ জাতির উদ্দেশে নিজের ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি।মহাকাশে ভারত এখন চতুর্থ শক্তি।”

তাঁর কথায়, “ডিআরডিও বিজ্ঞানীরা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল দিয়ে কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহকে পরীক্ষামূলক ভাবে ধ্বংস করেছেন।” তিনি জানান, এই অপারেশনের নাম ছিল ‘মিশন শক্তি’।

আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুরোহিত ধমকেছিলেন রাহুলকে, বললেন আদিত্যনাথ

এক নজরে দেখে নিন নিজের ভাষণে আর কী কী বললেন প্রধানমন্ত্রী।

• আমেরিকা, রাশিয়া এবং চিনের কাছে এত দিন এই প্রযুক্তি ছিল।

• লো-আর্থ অরবিটের একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের কার্যকারিতা সফল ভাবে পরীক্ষা করা হয়েছে।

• মাত্র তিন মিনিটেই এই অপারেশন শেষ হয়েছে।

• দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তার জন্যই আমাদের এই মহাকাশ অপারেশন।

• নতুন শক্তিশালী ভারত কারও বিরুদ্ধে নয়।

জাতির উদ্দেশে ভাষণের ঘণ্টাখানেক আগে এই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদেরদেশবিভাগে।)

Narendra Modi Low-Orbit Satellite Social Media Video Anti-Satellite Missile
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy