Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

মহারাষ্ট্রে গেরুয়া শিবির ক্ষমতায় ফিরলেও কমছে আসন, হরিয়ানায় ধাক্কা খেল বিজেপি

অধিকাংশ সংবাদ মাধ্যমের ভোট পরবর্তী সমীক্ষায় দুই রাজ্যেই এগিয়ে বিজেপি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০৬:০০
Share: Save:

সমীক্ষায় ইঙ্গিত ছিলই। মহারাষ্ট্রে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। কংগ্রেস-এনসিপি জোটকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বিজেপি-শিবসেনা জোট। ভোটগণনার প্রবণতায় ইঙ্গিত, মহারাষ্ট্রে ফের সরকার গঠনের পথে বিজেপি-শিবসেনা জোট।

অন্য় দিকে হরিয়ানাতেও এগিয়ে বিজেপি। তবে তুলনায় কিছুটা লড়াই করছে কংগ্রেস। বিজেপি এগিয়ে থাকলেও ৯০ আসনের মধ্যে অর্ধেকের কাছাকাছি ঘোরাঘুরি করছে। কংগ্রেসের আসন পঁচিশের কাছাকাছি। দুষ্যন্ত চৌটালার নতুন দল জননায়ক জনতা পার্টির (জেজেপি) ফল তুলনায় ভাল। ৭ থেকে ৮টির কাছাকাছি আসন পাওয়ার দৌড়ে এগোচ্ছে জেজেপি।

দুই রাজ্যে বিধানসভার ভোগণনার এই প্রবণতা মোটামুটি স্পষ্ট হতেই বিজেপি শিবিরে খুশির উচ্ছ্বাস। মহারাষ্ট্রের অনেক জায়গাতেই কার্যত জয়োৎসব শুরু করে দিয়েছেন বিজেপি-শিবসেনা জোটের কর্মী-সমর্থকরা। তবে হরিয়ানায় দুই দলই কিছুটা সংযত।

মহারাষ্ট্রের ২৮৮টি আসনে প্রার্থী ৩২,২৩৯ জন। হরিয়ানার আসন সংখ্যা ৯০, প্রার্থী ১১৬৯ জন। সকাল আটটা থেকে চলছে ভোটগণনা।

লাইভ ভোটগণনা:

• হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ডেকে পাঠালেন অমিত শাহ

• ফল ত্রিশঙ্কু হলে গুরুত্ব বাড়বে দুশ্যন্ত চৌটালা এবং তাঁর দল জেজেপি-র

• আসন বাড়ছে কংগ্রেসের

• হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি

• মহারাষ্ট্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি

• প্রাথমিক প্রবণতায় দুই রাজ্যেই এগিয়ে বিজেপি

• প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে, তার পর ইভিএম খোলা হবে

• আসতে শুরু করল মহারাষ্ট্র ও হরিয়ানায় গণনার প্রাথমিক প্রবণতা

আরও পড়ুন: লাইভ: পাল্লা ভারী বিজেপি-শিবসেনা জোটের, পিছিয়ে এনসিপি-কংগ্রেস

আরও পড়ুন: লাইভ: হরিয়ানায় প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি

অন্য দিকে, এ দিনই ১৮ রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনাও এক সঙ্গে চলবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE